আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। এদিন ভোর থেকেই কলকাতা ও শহরতলীর বিভিন্ন ঘাটে ভিড় উপচে পড়েছে। বাবুঘাট, শোভাবাজার, বাগবাজার, নিমতলা, আহিরীটোলা ঘাট, হাওড়ার শিবপুর রামকৃষ্ণপুর ঘাট সহ শহরের প্রায় সব ঘাটেই পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ চলছে। সর্বত্রই একই ছবি। হাজার হাজার মানুষ তিল, অন্ন আর অঞ্জলির মাধ্যমে পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ করেছেন। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও বড় ভিড় সামলাতে কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশ। দুর্ঘটনা এড়াতে গঙ্গায় টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। প্রতিটি ঘাটেই আছে বাড়তি ফোর্স।
আরও পড়ুন-প্রবীণদের চোখে দুর্গা
কলকাতার বিভিন্ন ঘাটের ভাঙা সিঁড়িগুলি আগেই ঠিক করা হয়েছে ও আবর্জনামুক্ত করা হয়েছে। গঙ্গার ঘাটে যাতে কোনরকম অঘটন না ঘটে, তাই প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিড়ের মধ্যেই নজরদারিতে আছে সাদা পোশাকে পুলিশ। জলপুলিশের তরফেও এদিন নজরদারি চলছে ঘাটগুলিতে।
আরও পড়ুন-মহালয়া উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা
প্রসঙ্গত, মহালয়ার আগের দিনই প্যান্ডেল উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি শ্রীভূমি, টালা প্রত্যয়, হাতিবাগান সর্বজনীন উদ্বোধন করেন। ডেপুটি মেয়র অতীন ঘোষের হাতিবাগান সর্বজনীন দিয়ে সূচনা হয়েছিল। তবে মহালয়ার আগে মাতৃমূর্তির উদ্বোধন করবেন না সেই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন।