মাঙ্কিপক্স মোকাবিলায় টাস্কফোর্স গঠন

Must read

প্রতিবেদন : দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। রবিবার কেরলে এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নজরদারি চালানোর পরামর্শ দিয়েছে। সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণ যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিত করতে একটি টাস্কফোর্স (Task Force) গঠন করল কেন্দ্র। টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন নীতি আয়োগের অন্যতম সদস্য ডাঃ ভি কে পল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

আরও পড়ুন: চাপের কাছে মাথা নত নয়, ফের বললেন সঞ্জয়

টাস্কফোর্সের কাজ হবে মাঙ্কিপক্স (Monkeypox- Task Force) নিয়ন্ত্রণে রাখতে কী করা উচিত সে বিষয়ে নিয়মিত কেন্দ্রকে পরামর্শ দেওয়া। পরিস্থিতি পর্যালোচনা করে নির্দেশিকা তৈরি করবে এই টাস্কফোর্স। সেই নির্দেশিকা কার্যকর করার পরামর্শ দেবে কেন্দ্রকে। জানা গিয়েছে, মাঙ্কিপক্সের সংক্রমণ রোধ করতে কী করা উচিত সে বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারির নেতৃত্বে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ন্যাশনাল এডস কন্ট্রোল অর্গানাইজেশন এবং দ্য ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসকে স্বাস্থ্যমন্ত্রক পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছে। কেন্দ্র ইতিমধ্যেই মাঙ্কিপক্স ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানিয়ে গাইডলাইন্স অন ম্যানেজমেন্ট অফ মাঙ্কিপক্স ডিজিজ নামে একটি পুস্তিকা প্রকাশ করেছে।

Latest article