বাজারে সব্জির দাম আকাশছোঁয়া। আলু, পিঁয়াজ, লঙ্কার দাম বেড়েছে হু হু করে। এই নিয়ে মঙ্গলবারই নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স, পুলিশ এবং অন্যান্য বিভাগকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে সবজির দাম কমানোর কথাও বলেছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বুধবার সকাল থেকেই কাঁকুড়গাছি ভিআইপি বাজার ঘুরে দেখেন টাস্ক ফোর্সের (Task Force) সদস্যরা।
টাস্ক ফোর্সের (Task Force) সদস্য রবীন্দ্রনাথ কোলে-সহ অন্যান্যরা বাজারে ঢুকে কথা বললেন খুচরো ব্যবসায়ীদের সঙ্গে। নানা রকম সবজির দাম জানতে চাইলেন। কথা বললেন ক্রেতাদের সঙ্গেও। এরপর একটি রিপোর্ট তারা তৈরি করবেন। সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে। সেখানে খতিয়ে দেখা হবে যাবতীয় রিপোর্ট। কলকাতার কাঁকুড়গাছির ভিআইপি মার্কেট থেকে আসানসোল দুর্গাপুর-সহ বিভিন্ন জেলার বাজারে দেখা মিলল প্রশাসনিক কর্তাদের।
আরও পড়ুন- মোবাইলের পর এবার বাড়ছে খরচ বাড়ছে টিভিরও! কী করবে আমজনতা
আলু-পটল থেকে শুরু করে মাছ-মাংস কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। গতকাল বৈঠকের শুরুতেই আধিকারিক, টাস্ক ফোর্সের সদস্য ও বাজার কমিটির কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, ‘সব্জির দাম এতটা বাড়ল কেন? মানুষের হেঁসেলে টান পড়েছে। এমন অবস্থা হয়েছে যে লোকে বাজার যেতে ভয় পাচ্ছে।’ তাপপ্রবাহ পরিস্থিতির জন্য সব্জির দাম বেড়েছে—এমন যুক্তি মানতে রাজি নন মুখ্যমন্ত্রী। মুনাফাবাজি ও কৃত্রিম চাহিদা সৃষ্টির পাশাপাশি মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।