হাওড়ার বাজারে টাস্ক ফোর্সের হানা

কালীবাবুর বাজারে ঢুকেই তাঁরা প্রথমে খুচরো বিক্রেতাদের কাছ থেকে আলু, পিঁয়াজ-সহ বিভিন্ন সবজির দাম জানতে চান।

Must read

সংবাদদাতা, হাওড়া : আলু ও সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে এবার মধ্য হাওড়ার কালীবাবুর বাজারে হানা দিল টাস্ক ফোর্স। শুক্রবার রাজ্যের মার্কেটিং কমিটির টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে এই অভিযান হয়। টাস্ক ফোর্সের সঙ্গে ছিলেন হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট শাখা ও স্থানীয় থানা। কালীবাবুর বাজারে ঢুকেই তাঁরা প্রথমে খুচরো বিক্রেতাদের কাছ থেকে আলু, পিঁয়াজ-সহ বিভিন্ন সবজির দাম জানতে চান।

আরও পড়ুন-নিম্নচাপের জেরে সোমবার পর্যন্ত দক্ষিণে চলবে বৃষ্টি

আচমকা টাস্ক ফোর্সের অভিযানে হতচকিত হয়ে পড়েন ক্রেতা থেকে বিক্রেতারা। তাঁরা দেখেন বাজারে এক একজন বিক্রেতার কাছে আলুর দামের পার্থক্য রয়েছে। কারোর কাছে ৩২ টাকা আবার কেউ ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। খুচরো বিক্রেতাদের কাছে সবজির দামের তফাতও নজরে আসে তাঁদের। টাস্ক ফোর্সের সদস্যরা তাঁদের সতর্ক করে দেন। সবাইকে দোকানে দামের তালিকা টাঙিয়ে রাখতেও নির্দেশ দেন তাঁরা। মার্কেটিং কমিটির টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে জানান, বেশি দামে আলু বা পিঁয়াজ বিক্রি করতে খুচরো বিক্রেতাদের নিষেধ করা হয়েছে। নির্দেশ মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আমাদের নজরদারি চলবে। এরপরেও বেশি দামে বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরপালের সঙ্গে আলোচনা করে শহরের বাজারগুলিতে সবসময়ের জন্য নজরদারির ব্যবস্থা করা হবে।

Latest article