পুজোর আগে ক্রেতার ভিড় তুঙ্গে। শুধু সপ্তাহান্তে নয়, সারা সপ্তাহ জুড়েই চলছে পুজোর বাজার। এই সময়ে বাজারে যাতে নিয়ম মেনে সঠিক দামে, সঠিক জিনিস বিক্রি হয় সেই বিষয়টি খতিয়ে দেখতে দক্ষিণ কলকাতার একাধিক বাজারে সোমবার হানা দিল রাজ্য সরকারের বিশেষ টাস্ক ফোর্স (Task force)। খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে দলটির নেতৃত্ব দিয়েছেন। সোমবার, সকাল থেকেই গড়িয়াহাট, হাজরা, ঢাকুরিয়া, যাদবপুর-সহ একাধিক বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকরা দোকানে গিয়ে পণ্যের গুণমান পরীক্ষা করেন। এছাড়া সেখানে জিনিসপত্রের দাম ও পরিমাণ মিলিয়ে দেখা হয়।
আরও পড়ুন-দুর্গাপুজোর চাঁদা নিয়ে থানাগুলিকে লালবাজারের তরফে সতর্কতা
খাদ্যদ্রব্যের মান যাচাই করার পাশাপাশি, বিক্রেতারা প্যাকেটে উৎপাদন ও এক্সপায়ারি ডেট দিচ্ছেন কিনা, ন্যায্য দামে বিক্রি করছেন কিনা, সব কিছুই খতিয়ে দেখা হয়েছে। পুজোর আগে বাজার চড়া হবে সেটাই স্বাভাবিক কিন্তু ক্রেতাদের সুরক্ষা দিতেই এই অভিযান বলে জানানো হয়েছে টাস্ক ফোর্স সূত্রে। বাজারে পণ্য সরবরাহে কোনও ঘাটতি আছে কিনা বা নিজেদের স্বার্থে কোথাও কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে। পুজোর আগে টাস্ক ফোর্সের তৎপরতায় স্বাভাবিকভাবেই খুশি জনসাধারণ।