প্রতিবেদন : বাংলায় লগ্নিতে আগ্রহী টাটা গোষ্ঠী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে টেলিফোনিক কথোপকথনে বাংলায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা। বুধবার বিজিবিএসের (BGBS) প্রথম দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, টাটা সন্সের এখন যিনি দায়িত্বে, সেই চন্দ্রশেখরনজির সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তাঁরা বাংলার কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন-দিনের কবিতা
একইসঙ্গে তিনি বলেন, টাটাদের তিনি অনুরোধ করেছেন, কলকাতা থেকে ইউরোপে সরাসরি উড়ান চালু করতে। তাঁর এই প্রস্তাবে টাটাগোষ্ঠী নিমরাজি নয় বলেই মুখ্যমন্ত্রীর মনে হয়েছে। তাঁর কথায়, ওঁদের সঙ্গে কথা বলে আমার বিষয়টি পজিটিভ বলেই মনে হয়েছে। বিজিবিএস প্রসঙ্গে তিনি বলেন, চন্দ্রশেখরণজির বিশেষ কাজ থাকায় তিনি আসতে পারেননি বলে জানিয়েছেন। তবে তাঁদের সিইও-সহ কয়েকজনের একটি টিম পাঠিয়েছেন।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…