টাটা স্টিল দাবা: কলকাতায় ছ’বছর পর খেলবেন আনন্দ

Must read

প্রতিবেদন : দীর্ঘ ছয় বছর পর ফের কলকাতায় খেলতে দেখা যাবে বিশ্বনাথন আনন্দকে (Viswanathan Anand)। আগামী ৭ জানুয়ারি থেকে ধনধান্য প্রেক্ষাগৃহে শুরু হবে টাটা স্টিল চেস টুর্নামেন্ট। প্রতিযোগিতা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ ছাড়াও টুর্নামেন্টে খেলতে দেখা যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ, অর্জুন এরিগাইসি, আর প্রজ্ঞানন্দ, বিদিত গুজরাটি-সহ একঝাঁক ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে। মজার কথা, এঁদের প্রত্যেকেই কোনও না কোনও সময়ে আনন্দের কাছে কোচিং নিয়েছেন।
মেয়েদের বিভাগের মুখ্য আকর্ষণ বিশ্ব চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ। এছাড়া খেলবেন আর বৈশালী, দ্রোণাভাল্লি হারিকার মতো তারকা দাবাড়ুরা। ওপেন এবং মহিলা বিভাগের পুরস্কার মূল্য সমান থাকছে। খেলা হবে র্যা পিড এবং ব্লিৎজ পদ্ধতিতে। টুর্নামেন্টের ডিরেক্টর সর্বভারতীয় দাবা সংস্থার সহ-সভাপতি দিব্যেন্দু বড়ুয়া।
প্রতিযোগিতার সবথেকে বড় আকর্ষণ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ (Viswanathan Anand) বনাম বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশের মগজাস্ত্রের লড়াই। এক বিবৃতিতে আনন্দ বলেছেন, ছ’বছর পর ফের কলকাতায় খেলব ভেবে আমি উত্তেজিত। এর মধ্যে দাবার অনেক পরিবর্তন এসেছে। সারা বিশ্বে, বিশেষ করে ভারতে প্রচুর প্রতিভাবান দাবাড়ু উঠে এসেছে। জুনিয়রদের চ্যালেঞ্জ জানাতে আমিও তৈরি।

আরও পড়ুন-হায় আইএসআই, কলকাতা! তোমার নাকি দিন গিয়েছে

Latest article