পুজোর মধ্যেই টুইট বাণে ফের বিজেপিকে অস্বস্তিতে ফেললেন বিজেপি নেতা তথাগত রায়। বিজেপির নতুন জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিতের তালিকায় নাম রাখা হয়েছে দলবদলু ও ডোমজুর থেকে গো-হারা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। সেই নিয়ে বাংলার দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিশানা করলেন তথাগত।
তাঁর স্পষ্ট অভিযোগ সেই চারমূর্তি “KDSA”-এর দিকে। নাম না করে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশকে ট্যুইটারে তথাগত রায় লিখেছেন, “রাজীব যখন ফের তৃণমূলে ফেরার উদ্যোগ নিচ্ছে, তখন তার নাম বিজেপির জাতীয় কর্মসমিতির কমিটিতে রাখা হল। রাজ্য কমিটিকে বিষয়টি জানানো প্রয়োজন পর্যন্ত কেউ মনে করেনি। কার সুপারিশে এমন হল? কী চলছে টা কী?”
আরও পড়ুন-উৎসবের দিনে নবনীড় বৃদ্ধাশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী
একটি টুইটে তথাগত রায় বিধানসভা ভোটের আগে কংগ্রেস নেতা প্রয়াত সোমেন মিত্র’র স্ত্রীকে চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর যেভাবে মুখ পুড়েছিল বিজেপির সেই কথাও বলেছেন। তখন সরাসরি শিখা মিত্র প্রার্থী পদ প্রত্যাখ্যান করেন।
একুশের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর গত ৬ মে এক ট্যুইটারে তথাগত রায় লিখেছিলেন, “কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ-এই চারমাথায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মান ধুলোয় মিশিয়েছে। এবং বিশ্বের সবচেয়ে বড় দলের নাম খারাপ করেছেন। হেস্টিংসের শীর্ষে এবং সাততারা হোটেলে বসে তাঁরা তৃণমূলের আবর্জনাদের মধ্যে টিকিট বাঁটোয়ারা করেছেন। এখন দলীয় কর্মীদের তোপ থেকে বাঁচতে তাঁরা সেখানেই বসে আছেন। ভাবছেন এই ঝড় চলে যাবে।”
This is very similar to KDSA team in BJP nominating Somen Mitra’s widow Shikha Mitra for the prestigious Chowringhee seat in West Bengal Assembly election. Shikha rejected it with contempt,saying she never had anything to do with the BJP. https://t.co/HjsC6yYoiR
— Tathagata Roy (@tathagata2) October 9, 2021