প্রতিবেদন : অন্তর্কলহে কার্যত দিশাহারা হয়ে পড়েছে রাজ্য বিজেপি (BJP)। বেরিয়ে পড়ছে গেরুয়া শিবিরের আসল রূপ। বাক্যবোমা ফাটিয়েই চলেছেন তথাগত রায় (Tathagata Roy)। বৃহস্পতিবার সকালে এক ট্যুইটে তিনি মন্তব্য করেছেন, নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তাহলে পশ্চিমবঙ্গে (West Bengal) দলের অবলুপ্তি অবশ্যম্ভাবী। সেই সঙ্গে তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন, দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেও তিনি আদৌ পরোয়া করেন না। দলের ভবিষ্যৎও যে অন্ধকার, সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি।
ট্যুইটে তিনি (Tathagata Roy) লিখেছেন, ‘বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভেতরেই করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গিয়েছে, বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে।’
আরও পড়ুন-Duare Ration: একদিকে ‘দুয়ারে রেশন’ অন্যদিকে রেশন বন্ধ