পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেস ও বামপন্থীরা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় ওই রাজ্যের সংসদীয় রাজনীতিতে ‘অপোজিশন স্পেস’-টাও এখন বিজেপির দখলে।তাই ভবানীপুর উপনির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির কে প্রার্থী হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ার আশা প্রকাশ করলেও, দলের তরফে দিলীপ ঘোষ সেই আশায় জল ঢেলে দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যে কী ধরনের রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচী নিয়ে বিজেপি এগোতে পারে এই নিয়ে রাজনৈতিক মহল বেশ উত্তাল।
আরও পড়ুন- মেসিদের নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা যেতে পারে নেইমারদের
সোমবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এই সংক্রান্ত একটি বৈঠক করেন।দিলীপ ঘোষ জানিয়েছেন তাঁরা আইনী পরামর্শ নেওয়ার কথা ভাবছেন।কিন্তু তার মধ্যেই হঠাৎ নিজের টুইটার হ্যান্ডেলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তথাগত রায়। মঙ্গলবার সকালে তিনি লিখলেন, “পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুরে উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা।
কিন্তু কে এই সুবোধ ?
ঐ যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয় !
চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ !”
তথাগত রায়ের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে এর মধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এর আগেও তিনি বহুবার এই ধরণের মন্তব্য করে রাজ্যের বিরোধী দলকে অস্বস্তিতে ফেলেছেন। প্রসঙ্গত তার টুইটারে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে ভবানীপুরে তাকে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন তার ভক্তকুল।
পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুরে উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা।
কিন্তু কে এই সুবোধ ?
ঐ যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয় !
চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ !— Tathagata Roy (@tathagata2) September 7, 2021