তথাগতকে কটাক্ষ কুণাল ঘোষের

Must read

প্রতিবেদন : তথাগত রায়কে তাঁরই করা টুইট নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তথাগত রায় লিখেছিলেন , “হিন্দু যেমনি মুসলমান হলে গরু খাবার যম হয় ঠিক তেমনি এই ভাঁড়টি মমতাকে গালাগালি দিয়ে, সারদা কেসে জেলে গিয়ে, জামিন পেয়ে অতীতের পাপ স্খালন করার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মমতাপন্থী হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় খুনখারাপি করার হুমকি পর্যন্ত দিচ্ছে ! ‘

এই টুইট নিয়ে কুণাল ঘোষকে কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “বিজেপির যে দুজন নেতা সাতসকালে সিবিআই পাঠিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেপ্তারের চক্রান্তে জড়িত ছিলেন, এখন প্রচারের জন্য ন্যাকামি করে শোকজ্ঞাপন করতে সামনে গেলে নিজদায়িত্বে যাবেন। খবরটা অন্যরকমও হয়ে যেতে পারে। যদিও তৃণমূলকর্মীরা যথেষ্ট সংযত থাকবেন।”

আরও পড়ুন : গোয়ায় তৃণমূল কংগ্রেসের অগ্রগতি সহ্য হচ্ছে না বিপক্ষের

এর আগের দিন পেট্রোল ডিজেলের দামে শুল্ক কমানো নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন “তেল: নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক।
কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম। বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়। বাংলা বকেয়াই পায় না। লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক। ”

দীপাবলির আগে পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যুক্ত করার পর আরও মহার্ঘ হয় দাম। ফলে এই শুল্ক কমলে জ্বালানির দাম অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। ৪ নভেম্বর থেকে নয়া দাম লাগু হবে।

দেশের পেট্রোল-ডিজেলের দাম এখনও সর্বকালীন উচ্চতায়। মঙ্গলবারও কলকাতায় ১১০ টাকা পার করেছিল পেট্রোল। ডিজেলের দামেও সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয়েছিল ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ছিল ১০১ টাকা ৫৬ পয়সা।

Latest article