দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ টেনে খুলে দিতেই যেন কেন্দ্রের রোষানলে বিবিসি। মঙ্গলবার সকালে দিল্লি ও মুম্বইয়ের ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ -এর দফতরে হানা দিল আয়কর দফতর (BBC- Income tax)। প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র ‘ইন্ডিয়া:দ্য মোদি কোয়েশ্চেন’-কে কেন্দ্র করে ভারতে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রের মোদি সরকার ভারতে এই তথ্যচিত্রটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশ নিয়েও মামলা চলছে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত, কেন্দ্রের থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে। এই পরিস্থিতিতে বিসিসি-র দুই দুফতরে আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কেন এই হানা? এখনও পর্যন্ত এই হানার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও বিবিসির দফতরে এই হানার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন তুলেছে যে, বিবিসির তথ্যচিত্রের পরেই কেন আয়কর হানা? অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেন,’বিনাশকালে বুদ্ধিনাশ ‘।
আরও পড়ুন: আদানি ইস্যু এড়াতে রাজ্যসভা মুলতুবি
মঙ্গলবার বিবিসি-র দফতরে (BBC- Income tax) আয়কর বিভাগের আধিকারিকরা পৌঁছেই সংবাদকর্মীদের মোবাইল ফোন জমা রেখে দেন। তারপর চলে তল্লাশি। পরে জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাঁদের। এর আগেও বিরোধীরা কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তুলে এসেছে। বিবিসির দফতরে আয়কর হানার পর বিরোধীদের অভিযোগ আরও খানিকটা উস্কে দিল। নতুন করে বিতর্ক তৈরি করল বিজেপি।