বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: শ্রমিকদের সুিবধে-অসুবিধের কথা সবসময়ই গুরুত্ব দিয়ে বিচার করে রাজ্য সরকার। তাদের সদর্থক ভূমিকায় এবার আগাম বোনাস পেতে চলেছে উত্তরের চা-শ্রমিক মহল। ফলে খুশির হওয়া চা-বাগান ও উত্তরের বাজার জুড়ে। দীর্ঘ প্রায় দেড় বছর করোনার ধাক্কায় গোটা দেশের সঙ্গে উত্তরের বাজারেও সঙ্কটের মেঘ। প্রায় প্রতিটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ধুঁকছে। সেই সময় রাজ্য সরকারের আগাম উদ্যোগ অনেকটাই অক্সিজেন জোগাবে উত্তরবঙ্গের বাজারে।
আরও পড়ুন : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে পদত্যাগের নির্দেশ, কংগ্রেস ছাড়তে পারেন ক্যাপটেন
অন্যান্য বছরে এই বোনাস নিয়ে বেশ কয়েকটি বৈঠক হত, তারপরে কিছু কিছু ক্ষেত্রে মীমাংসা থাকত অধরা। এবার রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে একটি বৈঠকেই বোনাস-সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি ঘটে । ফলে প্রায় পাঁচ লক্ষের বেশি চা-শ্রমিক পুজো উপলক্ষে এবার অনেক আগেই ২০ শতাংশ হারে বোনাস হাতে পেতে চলেছেন। এই বোনাসের টাকা শ্রমিকদের হাত ঘুরে স্থানীয় বাজারেই আসবে বলে ধারণা ব্যবসায়ীদের। কারণ পূর্ব অভিজ্ঞতায় দেখা গিয়েছে চা-শ্রমিকরা বোনাসের প্রায় পুরো টাকাটাই পুজোর কেনাকাটায় খরচ করেন। এতে ঝিমিয়ে পড়া উত্তরের বাণিজ্যের পালে খানিকটা হওয়া যে লাগবে, তা নিয়ে সকলেই একমত।