আলিপুরদুয়ার : অবশেষে কাটতে চলেছে রামঝোরা চা-বাগানের (Tea Garden) অচলাবস্থা। বৃহস্পতিবারের ত্রিপাক্ষিক বৈঠকে মিলল সমাধান সূত্র। শিলিগুড়ির যুগ্ম লেবার কমিশনারের দফতরে বৈঠকে সিদ্ধান্ত হয় বাগান খোলার। উল্লেখ্য, বিজেপি-প্ররোচনায় বন্ধ হয়ে যায় বাগান (Tea Garden)। কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ায় তৃণমূল। শ্রমিক স্বার্থে বন্ধ বাগান খোলার জন্য জেলাশাসকের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেস পরিচালিত চা-শ্রমিক সংগঠনের সদস্যরা। শুক্রবার থেকে নিয়ম মেনে কাজ হবে রামঝোরা বাগানে। জানিয়েছেন, তৃণমূল চা-বাগান শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র ওঁরাও।