পথশ্রী প্রকল্পে চা-বাগান এলাকা পেল নতুন রাস্তা

রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজের সূচনা হল সোমবার।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : মাল ব্লকের চা-বাগান এলাকার বাসিন্দাদের দাবি পূরণ। রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তার কাজের সূচনা হল সোমবার। এদিন নারকেল ফাটিয়ে ফিতে কেটে এই রাস্তার কাজের শুভারম্ভ করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বাড়াইক। উপস্থিত ছিলেন বাগড়াকোর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ-সহ বাগরাকোট গ্রাম পঞ্চায়েত প্রধান, উপ প্রধান-সহ অন্যরা।

আরও পড়ুন-উত্তর জুড়ে সাড়ম্বরে পালিত হল খুশির ইদ

লিসরিভার চা-বাগানের বাসিন্দা স্টিফেন তিরকি, উত্তম তেলি, অনুপ শর্মা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবি করে আসছিলাম আমরা অবশেষে সে রাস্তার কাজ শুরু হয় আমরা ভীষণ খুশি। আমরা চাই না এই রাস্তায় আর দুর্ঘটনা হোক। এই রাস্তার কাজ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিক বাড়াইক বলেন, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ করে চলেছেন। এরই মধ্যে আজ খুশির ইদের দিন রাস্তার কাজের সূচনা হল। প্রায় ৭ কোটি ২২ লক্ষ টাকা ব্যায়ে সাড়ে সাত কিলোমিটার রাস্তা তৈরি হবে। রাস্তাটি যাতে উন্নত মানের হয় সেদিকে আমাদের নজর থাকবে। এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল রাস্তার জন্য। আজ রাস্তা হওয়ায় খুশি আমিও।

Latest article