ডুয়ার্সে শুরু হল চা ভ্রমণ

রাজ্য পর্যটন দফতরের সহযোগিতায় জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগকে জনপ্রিয় ও আকর্ষণীয় করতে হাত বাড়িয়েছে জেলার সমস্ত চা-বাগানগুলি

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বিশ্ব পর্যটন দিবসে সাড়ম্বরে শুরু হল চা ভ্রমণ প্যাকেজ ট্যুর৷ বাগানে ঢুকে চায়ের খুঁটিনাটি জেনে নেওয়ার পাশাপাশি গরুমারা জঙ্গল এবং মূর্তি নদীর নৈসর্গিক দৃশ্যও উপভোগ করতে পারবেন পর্যটকরা৷ রাজ্য পর্যটন দফতরের সহযোগিতায় জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগকে জনপ্রিয় ও আকর্ষণীয় করতে হাত বাড়িয়েছে জেলার সমস্ত চা-বাগানগুলি৷ মঙ্গলবার জেলাশাসকের অফিস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে পর্যটকদের সুবিধার্থে চা-ভ্রমণ প্রকল্পের বাসের উদ্বোধন করেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

আরও পড়ুন-সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচারে পুরস্কার

মূলত চা-বাগান ও পর্যটকদের পছন্দের জায়গাগুলিতে এই বাস যাবে। উৎকর্ষ বাংলার প্রশিক্ষণপ্রাপ্ত দু’জন গাইডের উপস্থিতিতে হোমের শিশুদের নিয়ে যাত্রা শুরু করে বাস। চা-বাগানের টি প্ল্যান্টেশন কীভাবে হচ্ছে, কীভাবে চা তৈরি হচ্ছে এসব দেখানো হয় হোমের শিশুদের৷ এরপর গজলডোবার পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সকলকে। জেলাশাসক বলেন, সাধারণ মানুষ ন্যূনতম খরচে এই বাসে ভ্রমণ করতে পারবেন। সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস, তাঁদের তৈরি খাবার বিক্রি করার সুযোগ থাকছে এই প্রকল্পে। উদ্বোধনে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ট্যুরিজম) প্রিয়দর্শিনী ভট্টাচার্য, জেলার দু’জন অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার রায় ও বিবেক ভাসমে, সুমিত ঘোষ, জেলা ক্ষুদ্র চা-চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী, ডিবিআইটিএ চেয়ারম্যান জীবন চন্দ পাণ্ডে।

Latest article