চা-শ্রমিকেরা উপনির্বাচনে তৃণমূলের পাশে

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চা-বলয়ে এসেছে উন্নয়নের জোয়ার। তাই চা-শ্রমিকেরাও মুখ্যমন্ত্রীর পাশে। তৃণমূলের পাশে। উপনির্বাচনের (By Election) প্রচারে গেট মিটিংয়েই তা জানিয়ে দিলেন শ্রমিকেরা। বুধবার বীরপাড়া সংলগ্ন জয় বীরপাড়া চা-বাগানে শ্রমিকদের নিয়ে গেট মিটিং করলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইক। প্রকাশ নিজে একজন চা-বাগানের কর্মী। শ্রমিকদের বোঝেন তিনি। তাই মাদারিহাটের প্রার্থী জয়প্রকাশ টপ্পো-কে জেতাতে এই বিধানসভার ২৪টি চা-বাগানের যে বিরাট ভূমিকা থাকবে তা সহজেই অনুমেয়। দলনেত্রীর নির্দেশমতোই জনসংযোগে জোর দিয়েই তাই জোরকদমে প্রচার শুরু হয়েছে। চা-বলয়েও জোরকদমে প্রচার চলছে। মিলছে বিপুল সাড়া। বুধবারের গেট মিটিংয়েও চা-শ্রমিকেরাও আরও একবার প্রমাণ করে দিলেন, তাঁরা সবসময় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। একই সঙ্গে বিজেপির ভাঁওতাবাজির অভিযোগ করেছেন চা-শ্রমিকেরা। সরব হয়েছেন বাগানের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে। কেন্দ্রের অধীনস্থ বাগানগুলিতে শ্রমিকদের শোচনীয় অবস্থাও গেট মিটিংয়ে তুলে ধরেন শ্রমিকেরা। পাশাপাশি রাজ্য বাজেটে বাগানের বরাদ্দ এবং কেন্দ্রের বঞ্চনার কথাও উঠে আসে। নির্বাচনের প্রচারেও তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায়ের উন্নয়নের প্রশংসা করে শ্রমিকেরা জানিয়ে দেন পাশে আছি। উল্লেখ্য, প্রচারের ময়দানে এখনও দেখা মেলেনি বিরোধীদের। এরই মধ্যে এই প্রচারেই বাগান শ্রমিকদের তৃণমূলকে সমর্থন স্বাভাবিকভাবেই আরও চাপে ফেলেছে বিজেপিকে। গেট মিটিংয়ের মাধ্যমে প্রচার সেরে সাংসদ প্রকাশচিক বড়াইক বলেন, বিজেপির একের পর এক বঞ্চনার জবাব ভোট বাক্সে দেবেন চা-শ্রমিকেরা।

আরও পড়ুন- সম্প্রীতির বাংলা মিনি ইন্ডিয়া, একতার বার্তা মুখ্যমন্ত্রীর

Latest article