বড় খবর, পুজোয় সর্বোচ্চ বোনাস পাবেন চা-শ্রমিকেরা

Must read

প্রতিবেদন : পুজোয় চা-শ্রমিকদের (Tea Workers) জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং শ্রমদফতরের উদ্যোগে বোনাস বৃদ্ধি হল ২০ শতাংশ। যা বোনাস আইন অনুযায়ী সর্বোচ্চ। শুক্রবার নবমহাকরণের শ্রমদফতরে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে বৈঠক হয়। চা-বাগানের ৫টি অ্যাসোসিয়েশনেরই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলেই সম্মতি দিয়ে স্বাক্ষর করেন। বৈঠক শেষে মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী চেয়েছিলেন চা-শ্রমিকেরা সর্বোচ্চ বোনাস পাক। শ্রমদফতর এটি সফল করতে পেরেছে। আক্ষেপ মিটল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এগিয়ে যাচ্ছেন চা-শ্রমিকেরা। মাথার ওপর ছাদ পেয়েছেন শ্রমিকেরা। হয়েছে চা-সুন্দরী। শ্রমিক-সন্তানদের (Tea Workers) জন্য তৈরি হয়েছে ক্রেশ, স্বাস্থ্যকেন্দ্র। চা-শ্রমিকদের দাবি ছিল ২০ শতাংশ বোনাসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার তাও সম্পন্ন হল। এবার পুজোয় ২০ শতাংশ বোনাস পাবেন চা-শ্রমিকেরা।

আরও পড়ুন-ফাঁস হল বিজেপির এসআইআর চক্রান্ত

Latest article