ইংরেজি শেখান কিন্তু জোর দিন বাংলাতেও, পরামর্শ দিলেন ব্রাত্য

তবে বাংলা পড়াতে জোর দিন। বাংলা মাধ্যমের ওপর ভরসা রাখুন। বাংলামাধ্যম থেকে লেখাপড়া করে বহু পড়ুয়া বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ইংরেজি পড়াবেন অবশ্যই। তবে বাংলা পড়াতে জোর দিন। বাংলা মাধ্যমের ওপর ভরসা রাখুন। বাংলামাধ্যম থেকে লেখাপড়া করে বহু পড়ুয়া বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত। তাই সন্তানের ভবিষ্যৎ শুধু ইংরেজি মাধ্যমেই আটকে রাখবেন না। শুক্রবার শিলিগুড়িতে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৫-এর উদ্বোধনে এসে অভিভাবকদের উদ্দেশে এমনটাই বলললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রসঙ্গেই মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কলেজগুলিতে বিভিন্ন স্কুল এবং সাহিত্যচর্চা নিয়ে অগ্রাধিকারের কথা জানিয়েছেন। ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলা চর্চা। তাই অনুরোধ, আপনাদের সন্তানদের বাংলাতে ফিরিয়ে আনুন। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও এদিন বলেন মন্ত্রী। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন-১৫০ বছরে হাওয়া অফিস

স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি ছাত্র নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাহিত্যিক প্রচেত গুপ্ত, কবি সুবোধ সরকার, কথাসাহিত্যিক আবুল বাসার প্রমুখ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর ও বাংলা আকাদেমির আয়োজনে এই উৎসব চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৪০০টির বেশি সংখ্যক বাঙালি কবি ও সাহিত্যিক লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে। ২৯০জন বাঙালি কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করবেন। এই মেলায় আগত কবি ও সাহিত্যিকদের মোট ৬৫টি স্টল রয়েছে, যেখানে উত্তরের বিভিন্ন জেলা ও তাদের লেখকদের লেখা বই রাখা হয়েছে। ১১০ জন গদ্যকার শোনাবেন তাঁদের গল্পের জন্মকথা। দুই দিনের এই মেলায় ৮ জন বিশিষ্ট গল্পকারের গল্প পাঠ করবেন বাচিক শিল্পীরা। থাকছে দুই কবি মুখোমুখি শিরোনামে কবিদের আলাপচারিতা। গত তিন বছর থেকে উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি নাম দিয়ে উত্তরবঙ্গের সাহিত্যপ্রেমী কয়েকজন তরুণ বিভিন্ন জেলায় ঘুরে লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন করে চলেছেন। এবছর তা দার্জিলিং জেলায় অনুষ্ঠিত হয়েছে।

Latest article