বঙ্গ

ইংরেজি শেখান কিন্তু জোর দিন বাংলাতেও, পরামর্শ দিলেন ব্রাত্য

সংবাদদাতা, শিলিগুড়ি : ইংরেজি পড়াবেন অবশ্যই। তবে বাংলা পড়াতে জোর দিন। বাংলা মাধ্যমের ওপর ভরসা রাখুন। বাংলামাধ্যম থেকে লেখাপড়া করে বহু পড়ুয়া বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত। তাই সন্তানের ভবিষ্যৎ শুধু ইংরেজি মাধ্যমেই আটকে রাখবেন না। শুক্রবার শিলিগুড়িতে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৫-এর উদ্বোধনে এসে অভিভাবকদের উদ্দেশে এমনটাই বলললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রসঙ্গেই মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কলেজগুলিতে বিভিন্ন স্কুল এবং সাহিত্যচর্চা নিয়ে অগ্রাধিকারের কথা জানিয়েছেন। ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলা চর্চা। তাই অনুরোধ, আপনাদের সন্তানদের বাংলাতে ফিরিয়ে আনুন। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েও এদিন বলেন মন্ত্রী। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন-১৫০ বছরে হাওয়া অফিস

স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি ছাত্র নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাহিত্যিক প্রচেত গুপ্ত, কবি সুবোধ সরকার, কথাসাহিত্যিক আবুল বাসার প্রমুখ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর ও বাংলা আকাদেমির আয়োজনে এই উৎসব চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এবারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৪০০টির বেশি সংখ্যক বাঙালি কবি ও সাহিত্যিক লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে। ২৯০জন বাঙালি কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করবেন। এই মেলায় আগত কবি ও সাহিত্যিকদের মোট ৬৫টি স্টল রয়েছে, যেখানে উত্তরের বিভিন্ন জেলা ও তাদের লেখকদের লেখা বই রাখা হয়েছে। ১১০ জন গদ্যকার শোনাবেন তাঁদের গল্পের জন্মকথা। দুই দিনের এই মেলায় ৮ জন বিশিষ্ট গল্পকারের গল্প পাঠ করবেন বাচিক শিল্পীরা। থাকছে দুই কবি মুখোমুখি শিরোনামে কবিদের আলাপচারিতা। গত তিন বছর থেকে উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমি নাম দিয়ে উত্তরবঙ্গের সাহিত্যপ্রেমী কয়েকজন তরুণ বিভিন্ন জেলায় ঘুরে লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন করে চলেছেন। এবছর তা দার্জিলিং জেলায় অনুষ্ঠিত হয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago