যোগীরাজ্যে ভুয়ো মার্কশিট দেখিয়ে শিক্ষকের চাকরি

ওই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন কীর্তিমান যোগিন্দর। তাঁর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।

Must read

প্রতিবেদন : শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার বড়সড় এক দুর্নীতির ঘটনা সামনে এল যোগীরাজ্যে। জানা গিয়েছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলে দীর্ঘদিন ধরে ভুয়ো মার্কশিট দেখিয়ে শিক্ষকের চাকরি করছিলেন এক ব্যক্তি। ওই কীর্তিমান শিক্ষক রীতিমতো মার্কশিট জাল করে স্কুল শিক্ষকের চাকরিটি পেয়েছিলেন। ইতিমধ্যেই ওই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চাকরি করে পাওয়া বেতনের সবটাই ফেরত দিতে বলা হয়েছে। তবে ওই নির্দেশ পাওয়ার পরই পালিয়ে গিয়েছেন গুণধর শিক্ষক যোগিন্দর কুমার।

আরও পড়ুন-৪২ কোটি টাকায় নতুন বাইপাস উলুবেড়িয়ায়

জালিয়াতির এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহত্তর নয়ডার জারচা থানা এলাকার পাতরাহি গ্রামের একটি সরকারি প্রাথমিক স্কুলে। দীর্ঘ ২৬ বছর ধরে ওই স্কুলে চাকরি করছিলেন যোগিন্দর কুমার। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ভুয়ো রেজাল্ট দেখিয়ে তিনি চাকরি পেয়েছিলেন। নয়ডার রানোলি লতিফপুর গ্রামের বাসিন্দা যোগিন্দর। ১৯৯৭ সালে তিনি চাকরি পান। সম্প্রতি দাদরি ব্লক এডুকেশন অফিসারের কাছে যোগিন্দরের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটি অভিযোগ জমা পড়ে। ওই আবেদনে যোগিন্দরের শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখার আর্জি জানানো হয়। ওই আবেদনের ভিত্তিতে ব্লক এডুকেশন অফিসার নরেন্দ্রকুমার বিষয়টির তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন-ভাতে মারতে চাইছে বিজেপি

তদন্তে দেখা গিয়েছে, যোগিন্দর দ্বাদশ শ্রেণি পাশ করতে পারেননি। তিনি একটি ভুয়ো মার্কশিট দেখিয়ে শিক্ষকের চাকরি হাসিল করেছিলেন। এরপরই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শুধু তাই নয়, ২৬ বছর ধরে চাকরি করে তিনি যে বেতন পেয়েছেন তাও ফেরাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন কীর্তিমান যোগিন্দর। তাঁর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।

Latest article