প্রতিবেদন: বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের বেশিরভাগ স্কুলেই পড়াশোনা ছাড়া আর সবই হয়। ডবল ইঞ্জিনের এই রাজ্যে উন্নতির বহর এতটাই যে, স্কুলে এসে পড়ুয়াদেরই সাফসুতরোর কাজ করতে হয়। অনেকেই আবার স্কুলে এসে ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে স্কুলের আশেপাশে খেলে বেড়ায়। দেখার কেউ নেই। দেখার দায়িত্ব যার সেই শিক্ষক তো স্কুলে এসেই পাখা চালিয়ে মেঝেয় টানটান হয়ে শুয়ে নাক ডেকে ঘুমোচ্ছেন। সম্প্রতি মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককের ঘুমোনোর দৃশ্য ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-খাসজমির মালিক পাবেন মালিকানা
জানা গিয়েছে, ছতরপুর জেলার লবকুশনগরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনই পড়ুয়াদেরে ঘর ঝাঁটপাট দিতে হয়। এমনকী, শিক্ষকের জন্য এনে দিতে হয় পানীয় জল। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, স্কুলে আদৌ পড়াশুনো হয় না। শিক্ষকরা যখন-তখন আসেন ও বেরিয়ে যান। পড়ুয়ারা কে কী করছে তা ফিরেও দেখেন না। প্রধান শিক্ষকের ঘুমোনোর এই ঘটনাটি কয়েকজন গ্রামবাসী মোবাইলবন্দি করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কিছু পড়ুয়া স্কুলের ক্লাসরুম ঝাঁটপাট দিচ্ছে। অনেকেই ছুটোছুটি করে খেলে বেড়াচ্ছে। অন্যদিকে ক্লাসরুমে ঢুকে মাথার উপর সিলিং ফ্যান চালিয়ে রীতিমতো নিশ্চিন্তে ঘুমোচ্ছেন প্রধান শিক্ষক।
আরও পড়ুন-একুশের প্রচারে হাওড়ায় ট্যাবলোর সূচনা সায়নীর
বিজেপির এই রাজ্যে এতটাই উন্নয়ন হয়েছে যে, স্কুল পরিষ্কার করার লোকও মেলে না। যদিও মোদি সরকারের আমলে দেশের কর্মসংস্থান ক্রমশই কমছে। বাড়ছে বেকার সমস্যা। প্রধান শিক্ষকের এভাবে ঘুমানোর দৃশ্য দেখে অভিভাবকরা তীব্র ক্ষোভ জানিয়েছেন। তাঁরা ওই শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।