ক্লাসে নিষিদ্ধ ছবি দেখছেন শিক্ষক, দেখে ফেলায় আট বছরের ছাত্রকে বেধড়ক মার

আপাতত সেই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ক্লাসে ঠিক কী ঘটেছিল, তদন্ত করে দেখা হচ্ছে।

Must read

উত্তরপ্রদেশের ঝাঁসিতে (Jhansi)  ক্লাসের মধ্যে বসে নিষিদ্ধ ছবির ভিডিয়ো দেখছিলেন এক শিক্ষক। পাশে থাকা এক শিশু তাঁর ফোনে সেই ভিডিয়ো দেখে ফেলে। এরপরেই তাকে বেধড়ক মারধর করা হয়। শিশুটির চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দেন ওই শিক্ষক। ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।। অভিযুক্ত শিক্ষকের নাম কুলদীপ যাদব।

আরও পড়ুন-দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু

জানা গিয়েছে, ক্লাসে বসে অশ্লীল ভিডিয়ো দেখছিলেন তিনি। এক ছাত্র উঁকি মেরে সেটা দেখে ফেলে। সে একা নয়, পাশে থাকা আরও কয়েক জন ছাত্র শিক্ষকের কার্যকলাপ দেখতে পায়। ক্লাসের মধ্যেই হাসাহাসি করেছিল তারা। এরপরেই মারাত্মক রেগে যান শিক্ষক। রাগের মাথায় তিনি ওই ছাত্রকে ধরে দেওয়ালে তার মাথা ঠুকে দেন। বাঁশ দিয়ে শিশুর গায়ে আঘাত করেন তিনি। শিশুটির কানে এবং মাথায় আঘাত লেগেছে। সূত্রের খবর, মাঝে মধ্যেই অভিযুক্ত ওই শিক্ষক ক্লাসে বসে এই ধরনের ভিডিয়ো দেখতেন। ছাত্র বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে জানালে তার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে ১৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া দশ বছরের শিশু উদ্ধার

আপাতত সেই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ক্লাসে ঠিক কী ঘটেছিল, তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা এখনও জানা যায় নি।

Latest article