খুন না আত্মহত্যা? স্কুলের মধ্যেই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার

Must read

স্কুলের মধ্যে শিক্ষকের (Teacher) ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য এলাকায়। খুন না আত্মহত্যা? মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালী বস্তি এলাকায়। মৃত শিক্ষকের নাম সৌরভ কুমার রায় (৩২)।

ফাঁড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সৌরভ। তিনি আশিঘর ফাঁড়ির অন্তর্গত বাদুরবাগান এলাকার বাসিন্দা ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুলে গিয়েছিলেন তিনি। তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানান। পরিবারের অভিযোগ, সৌরভকে খুন করা হয়েছে।

আরও পড়ুন- ইচ্ছেপূরণ ডেকে আনল মৃত্যু! ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মৃত মা ও শিশু

পুলিশ শিক্ষকের (Teacher) মোবাইল ট্র্যাক করলে জানতে পারে তার লোকেশন রয়েছে নেপাল বর্ডারের কাছে মেচি নদী ও পানিট্যাংকির কাছে। পরে স্কুলের একটি ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ। তদন্তে নেমেছে পুলিশ।

Latest article