সংবাদদাতা, কোচবিহার : উচ্চ আদালতের নির্দেশে চাকরি হারানো প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা শামিল হলেন প্রতিবাদে। বুধবার কোচবিহার শহরে নিউ টাউন গার্লস হাইস্কুলের মাঠে চাকরি হারানো প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, নিরঞ্জন দত্ত, দিলীপ সাহা, রাকেশ চৌধুরী ছাড়াও তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। জেলায় উচ্চ আদালতের নির্দেশে প্রায় ১৮০০ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর শিল্পী ভাতাই ভরসা বহুরূপীর
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, হাইকোর্টের নির্দেশে আমাদের জেলায় ১৮০০ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। তাঁরা সকলে সমবেত হয়েছিলেন। তাঁদের আমন্ত্রণে এখানে এসেছি। আমাদের শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা বিধায়ক সৌমেন রায় তিনিও বারবার যোগাযোগ করছেন। আমরা চাকরি হারানো শিক্ষকদের সর্বতোভাবে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে সবরকম সহযোগিতা দিয়ে পাশে থাকব।