প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তাঁরা আদৌ উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পারবেন কিনা সেই বিষয়ে। এবার সংসদ জানাল এই শিক্ষকরা চাইলেই খাতা দেখতে পারেন। ইতিমধ্যেই কোন শিক্ষক কোন খাতা দেখবেন সেই বরাত দেওয়া হয়ে গিয়েছে সংসদের তরফে। তাই এখন শিক্ষকরা চাইলে খাতা দেখতেও পারেন আবার চাইলে তা ফেরত দিয়ে দিতে পারেন। পুরোটাই নির্ভর করছে শিক্ষকদের উপর। এর আগে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, জেলার স্কুলগুলি থেকে জানতে চাওয়া হয়েছে কোন স্কুলে কত শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সেইমতো তারপর সংসদ সিদ্ধান্ত নেবে খাতা দেখার বিষয়ে। তবে সভাপতি এও জানিয়েছিলেন, যেহেতু এবারে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম সে কারণে খাতা দেখতে খুব একটা সমস্যা হবে না। যথা সময়ে ফলপ্রকাশ করা হবে। তবে এবার খাতা দেখার বিষয়টি পুরোটাই সংশ্লিষ্ট শিক্ষকদের উপর ছেড়ে দিল সংসদ কর্তৃপক্ষ। অন্যদিকে মাধ্যমিকের ক্ষেত্রেও সমস্যা হবে না। পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই প্রকাশিত হবে ফলাফল।