AI-এর মাধ্যমে বাংলায় স্প্যানিশ শিক্ষা!

Must read

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

 

মাদ্রিদ: বৃহস্পতিবার স্পেন সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে (Artificial Intelligence) কাজে লাগিয়ে স্প্যানিশ শিক্ষার সুযোগ তৈরি করতে এদিনের আলোচনায় উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার একথা জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে থাকা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

বাংলার পড়ুয়াদের বিদেশী ভাষা শিক্ষার সুযোগ তৈরি ও কর্মসংস্থানে উদ্যোগী রাজ্য সরকার। বিদেশী ভাষা শিক্ষায় আগ্রহী বাংলার পড়ুয়াদের জন্য সুখবর দিয়ে এদিন মুখ্যসচিব বলেন, আজ সকালে স্পেন সরকারের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজেস বুলেরেমো এস্কেবানোর সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়। এই বৈঠকে দ্বিপাক্ষিক সমঝোতায় স্প্যানিশ শিক্ষা,স্প্যানিশ বিশ্ববিদ্যালয় ও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি এক্সচেঞ্জ পদ্ধতির কথা আলোচনা হয়েছে। যার মাধ্যমে পড়ুয়াদের স্প্যানিশ শেখানো, এবং আমাদের যেসব শিক্ষক রয়েছেন তাঁদেরও এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে বাংলায় স্প্যানিশ ফ্যাকাল্টি গড়ে তোলা নিয়ে আলোচনা হয়। এছাড়াও মুখ্যসচিব জানান, ভাষা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কার্যকরী করা যায় তা নিয়েও বিশদে আলোচনা হয়েছে এদিন। সেখানে স্পেন কিছুটা কাজ করেছে, বাংলায় কিছু সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তাকে (Artificial Intelligence) কাজে লাগিয়ে ভাষা শিক্ষার ক্ষেত্রে কাজ করছে। তাঁদের সঙ্গে মেলবন্ধন করে এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে কীভাবে তা বাস্তবায়িত করা যায় সে বিষয়ে বিশদে আলোচনা হয়েছে।

আরও পড়ুন- মাদ্রিদে প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী, বাজালেন অ্যাকোর্ডিয়ানও

Latest article