লেস্টার, ২১ জুন : লেস্টারে পৌঁছেই টিম ইন্ডিয়ার নেটে হাজির কোচ রাহুল দ্রাবিড়। মঙ্গলবার প্র্যাকটিস শুরুর আগে গোটা দলকে জড়ো করে রীতিমতো পেপটক দিতে দেখা গেল রোহিত শর্মাদের হেডস্যারকে। এরপর বোলিং কোচ পারস মামব্রে ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কাছ থেকে দলের খুটিনাটিও জেনে নেন তিনি।
আরও পড়ুন-৮৭% পাকিস্তানি
জাতীয় দলের কোচ হিসেবে দ্রাবিড়ের এটি বিদেশের মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকায় ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের গ্লানি তিনি যে এখনও ভুলতে পারেননি, সেটা ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে জানিয়ে দিয়েছিলেন দ্রাবিড়। এবার তাঁর সামনে সুযোগ পূর্বসুরি রবি শাস্ত্রী অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার। একই সঙ্গে বিদেশের মাঠে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাওয়ার। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত টেস্ট সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
আরও পড়ুন-করোনায় স্বস্তি
১ জুলাই থেকে শুরু হচ্ছে বার্মিংহাম টেস্ট। তার আগে প্রস্তুতি হিসেবে কাউন্টি দল লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলবেন রোহিতরা। যা শুরু হবে শুক্রবার থেকে। তবে এই সিরিজের আগে ভারতীয় শিবিরকে অস্বস্তিতে রাখছে রোহিত শর্মা ও বিরাট কোহলির অফফর্ম। এদিক বোর্ড সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শেষ হওয়ার মাত্র একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে টি-২০ সিরিজ। তাই রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রামের কথা মাথায় রেখে, হার্দিক পান্ডের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড সফরের দলকে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলাতে চাইছেন বিসিসিআই কর্তারা।