প্রতিবেদন : মণিপুরের খেলার ভিডিও দেখে তৈরি হচ্ছে বাংলা। শুক্রবার সন্তোষ ট্রফির সেমিফাইনাল খেলতে নামছেন মনোতোষ চাকলাদার, ফারদিন আলি মোল্লারা। সোমবার বিশ্রামের পর মঙ্গলবার থেকে সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিল বাংলা।
আরও পড়ুন-দুর্দশা! অসংখ্য ভারতীয় চাকরির আশা ছেড়েই দিয়েছেন : সমীক্ষা
টিম হোটেলে মণিপুরের ম্যাচের ভিডিও দেখিয়ে কোচ রঞ্জন ভট্টাচার্য ফুটবলারদের বুঝিয়ে দিচ্ছেন, কোথায় প্রতিপক্ষের দুর্বলতা আর কোথায় তাদের শক্তি। তারপর মাঠে অনুশীলনে সেভাবেই ফুটবলারদের তৈরি করছেন বাংলার কোচ। ফোনে রঞ্জন বলেন, ‘‘মণিপুরের ছেলেরা ভাল দৌড়ায়। ওদের আক্রমণভাগ ভাল। ওরা অনেকটা মেঘালয়ের মতো। ওদের স্ট্রাইকার হাওকিপ বেশ সুযোগসন্ধানী। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ছেলেদের প্রত্যেককে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি।’’ বাংলার কোচ এরপর বলেন, ‘‘বাংলা অনেক ভাল দল। ওদের থেকে আমরাই বেশি সুযোগ পাব। তবে সুযোগ নষ্ট না করলে আমরা ভালভাবেই ম্যাচ জিতব।’’