দুবাই, ৩ অক্টোবর : মেয়েদের টি-২০ বিশ্বকাপে শুক্রবার মাঠে নামছে ভারত। হরমনপ্রীত কৌরদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে কিউয়িরা ছাড়াও ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া। হরমনপ্রীত তো বলেই দিচ্ছেন, ‘‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কোনও ম্যাচই সহজ নয়। আর প্রথম ম্যাচটা তো আরও গুরুত্বপূর্ণ। কারণ শুরুতেই জয় পেলে আমরা বাকি ম্যাচগুলোয় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারব।’’
আরও পড়ুন-নারীর ক্ষমতায়ন, এগিয়ে বাংলা
২০২০ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ভারতীয় মেয়েদের। এদিকে, চলতি বছরেই টি-২০ বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মারা। হরমনপ্রীত বলছেন, ‘‘ছেলেদের বিশ্বকাপ জয় আমাদের প্রেরণা দিচ্ছে। ২০২০ সালে ফাইনালে উঠেও পারিনি। আশা করি, এবার কাপ নিয়েই দেশে ফিরতে পারব।’’ এদিন সোশ্যাল মিডিয়াতে ভারতীয় মেয়েদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং রোহিত। তিনি লিখেছেন, ‘‘চলো, এবার ভক্ত হয়ে সবাই বিশ্বকাপে মেয়েদের সমর্থন করি।’’ আরেক ভারতীয় তারকা ঋষভ পন্থ লিখেছেন, ‘‘বিশ্বকাপে ভারতীয় মেয়েদের জন্য শুভেচ্ছা রইল। তোমাদের উপর পূর্ণ আস্থা রয়েছে।’’ শুভমন গিল লিখেছেন, ‘‘মেয়েদের দলকে আগাম শুভেচ্ছা। বিশ্বকাপে আলো ছড়িয়ে এস। আমারা সবাই তোমাদের পাশে রয়েছি।’’ প্রাক্তন তারকা হরভজন সিং আবার মনে করছেন, হরমনপ্রীতরা জয়ের পথে কাঁটা বিছিয়ে দিতে পারে অস্ট্রেলিয়ার। বৃহস্পতিবার হরভজন বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া দারুণ শক্তিশালী দল। দুবাইয়ের পিচ এবং পরিবেশ অস্ট্রেলীয়দের অনুকূল না হলেও, ওদের দলে অভিজ্ঞতার অভাব নেই। হরমনপ্রীতদের কাপ জয়ে সবথেকে বড় চ্যালেঞ্জ কিন্তু অস্ট্রেলিয়াই।’’