খেলা

রো-কো নামতেই টিকিটের হাহাকার, রাঁচিতে কনকনে ঠান্ডায় স্বাগত ক্রিকেটারদের

অলোক সরকার
ভোর ৩টে থেকে টিকিটের লাইন পড়েছিল রাঁচিতে। কিন্তু অনেকেই মেগা ম্যাচের টিকিট পাননি। যা মনে হচ্ছে তাতে ৪০ হাজার আসনের স্টেডিয়াম পুরোপুরি ভরবে রবিবারের ম্যাচে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাঁচিতে ফোন করে জানা গেল স্থানীয় জনতা একই সঙ্গে উৎসুক ও হতাশ। মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার অন্যতম কোচ চঞ্চল ভট্টাচার্য বলছিলেন, টিকিট না পেয়ে বহু লোক হতাশ হয়েছে। এমন কয়েকজনকে চিনি যারা কাউন্টারের ৫০ মিটার দূর থেকে ফিরে এসেছে।
সিডনিতে শেষ একদিনের ম্যাচ খেলার পর বিরাট কোহলি ও রোহিত শর্মা আর কোনও ম্যাচ খেলেননি। বৃহস্পতিবার দু’জনেই ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে অনেকক্ষণ ব্যাট করলেন। দুজনকেই যথেষ্ট সাবলীল লেগেছে। দেখে মনে হয়নি তাঁরা এতদিন ম্যাচের বাইরে ছিলেন। এই দুজন ছাড়া প্র্যাকটিসে ছিলেন তিলক ভার্মা ও ঋতুরাজ গায়কোয়াড়।
বিরাট বুধবার রাঁচিতে এসেছেন। বিরসা মুন্ডা এয়ারপোর্টে তাঁকে রিসিভ করতে গিয়েছিলেন ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। ছিলেন প্রাক্তন সতীর্থ সৌরভ তিওয়ারিও। সৌরভ ২০০৮-এ বিরাটের অনূর্ধ্ব-১৯ দল যখন বিশ্বকাপ জিতেছিল মালয়েশিয়ায়, তখন সেই দলে ছিলেন। পরে ভারতীয় দল ও আরসিবিতে একসঙ্গে খেলেছেন।

আরও পড়ুন-ভয়ঙ্কর! চিনে ট্রেনের ধাক্কায় মৃত্যু ১১ রেলকর্মীর

রেহিত বিরাটের পরে এলেও দুজনেই এদিন প্র্যাকটিসের সুযোগ হাতছাড়া করতে চাননি। দুজনকেই নেট বোলারদের বিরুদ্ধে হাত খুলে মারতে দেখা গিয়েছে। বিরাট একটু উঠে আসা বলের বিরুদ্ধে হুকও মেরেছেন। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ০-২ হেরেছে ভারত। সাদা বলের এই সিরিজে ঘুরে দাঁড়াতে বিরাট-রোহিত দুজনকেই ভাল খেলতে হবে। কোচ গম্ভীর আগের দিন বলেছেন, হঠাৎ কয়েকজন সিনিয়র ক্রিকেটার সরে যাওয়ায় তার প্রভাব দলের উপর পড়েছিল। একদিনের সিরিজে অবশ্য দুজনেই আছেন, যা দলকে ভরসা দিচ্ছে।
বিরাট ও রোহিত ছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কয়েকজন বৃহস্পতিবার এমএস ধোনির শহরে পৌঁছেছেন। বাকিরা আসবেন শুক্রবার সকালে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে এখানে সবার আগে এসেছেন কুইন্টন ডি’কক। শুক্র ও শনিবার ভারতীয় দলের একসঙ্গে প্র্যাকটিসে নামার কথা। রবিবার ম্যাচ। গুয়াহাটিতে ফাঁকা মাঠে খেলা হয়েছে। কিন্তু দুই মহাতারকা ফেরায় এখানে মাঠে ভাল লোক হবে বলে মনে করা হচ্ছে। এখানকার উইকেটে ভাল রান উঠতে পারে। দুটি দল এ-যাবৎ ৯৪টি একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে ভারত জিতেছে ৫১টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪০টি ম্যাচে। তিনটি ম্যাচের ফয়সালা হয়নি।
রাঁচিতে ক্রিকেট মানে নজর থাকে এমএস ধোনির দিকেও। জানা গেল তিনি এখন শহরেই আছেন। আরও জানা গেল, রবিবার মাঠে আসতে পারেন। কিন্তু ধোনি বলেই নিশ্চয়তা নেই। এদিকে, ধোনির ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের শুক্রবার ছাত্রের বাড়িতে যাওয়ার কথা ছিল। সেটা হচ্ছে না। কারণ, ধোনি দু’টি দলকে নাকি বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

57 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago