খেলা

জিতে সুপার এইটে ভারত, অর্শদীপের ৪ উইকেট, হাফ সেঞ্চুরি সূর্যর

নিউ ইয়র্ক: চলতি টি-২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার (Team India)। বুধবার আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেললেন রোহিত শর্মারা। তবে স্কোরবোর্ড দেখে এই জয় যতটা সহজ বলে মনে হচ্ছে, ততটা সহজ মোটেই ছিল না। বরং জেতার জন্য মাত্র ১১১ তুলতে রীতিমতো হিমশিম খেলেন ভারতীয় ব্যাটাররা। সৌজন্যে নাসাউ কাউন্টির কুখ্যাত ২২ গজ।
বরং দুর্দান্ত বল করলেন অর্শদীপ সিং। বাঁ হাতি ভারতীয় পেসারের বোলিং বিশ্লেষণ— ৪-০-৯-৪! যা টি-২০ ক্রিকেটে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। এদিন অর্শদীপ প্রায় একার হাতেই দলকে জয় এনে দিলেন। ম্যাচের সেরা পুরস্কার হাতে তিনি বলে গেলেন, “পাকিস্তান ম্যাচে প্রত্যাশা অনুযায়ী বল করতে পারিনি। বেশ কিছু বাড়তি রান দিয়েছিলাম। তাই আজ দলকে জেতাতে পেরে ভাল লাগছে।“

আরও পড়ুন-হোমগার্ডের অবসরকালীন ভাতা বেড়ে হল পাঁচ লক্ষ

এদিকে সুপার এইট পাকা হলেও বিরাট কোহলির ফর্ম চিন্তায় রাখছে ভারতকে (Team India)। বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ফেললেন বিরাট। একটা ইনিংসেও দু’অঙ্কের রান করতে পারেননি। এদিন আউট হলেন শূন্য করে। বিরাটকে প্রথম বলেই আউট করে চমক দেন ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রভালকার। ভারতের হয়ে অনূর্ধ-১৯ বিশ্বকাপ খেলা সৌরভ এরপর রোহিতের (৩) উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন। ঋষভ পন্থ শুরুটা ভাল করেও ১৮ রান করে আউট হয়ে যান। সেই সময় ৪৪ রানেই ৩ উইকেট পড়ে গিয়েছিল।
ওই পরিস্থিতিতে থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। শিবম দুবের সঙ্গে ৬৫ বলে ৬৭ রান যোগ করে দলকে জয় এনে দেন সূর্য। নিজে অপরাজিত থাকেন ৪৯ বলে ৫০ করে। শিবমের অবদান ৩৫ বলে অপরাজিত ৩১। প্রথম দুই ম্যাচে ব্যাট হয়ে ব্যর্থ হয়েছিলেন। তবে এদিনের ইনিংস শিবমকে কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে। তবে ব্যক্তিগত ২২ রানে সূর্যর সহজ ক্যাচ ফেলে দেন সৌরভ। নইলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। তবে কঠিন পিচে সূর্য যে ব্যাটিং করেছেন, তার জন্য কুরনিশ জানাতেই হচ্ছে।
অন্যদিকে, টানা দু’ম্যাচ জিতে এদিন মাঠে নেমেছিল আমেরিকা। এর মধ্যে শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছিলেন মার্কিনিরা। কিন্তু এদিন চলতি বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেলেন। ইনিংসের প্রথম বলে শায়ান জাহাঙ্গির (০) ও শেষ বলে আন্দ্রিস গাউসকে (২) প্যাভিলিয়নে ফিরিয়ে আমেরিকাকে জোড়া ধাক্কা দিয়েছিলেন অর্শদীপ। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার কোনও ভারতীয় বোলার ইনিংসের প্রথম বলেই উইকেট নিলেন। আর এই রেকর্ডের মালিক হলেন অর্শদীপ। চাপ আরও বাড়ে অধিনায়ক অ্যারন স্মিথ ১১ রান করে হার্দিক পান্ডিয়ার শিকার হলে। দলকে টানছিলেন আরেক ওপেনার স্টিভেন টেলর। কিন্তু ৩০ বলে ২৪ করে তিনিও অক্ষর প্যাটেলের বলে প্লেড-অন হয়ে যান। এরপর দ্বিতীয় স্পেলে বল করতে এসেই নীতীশ কুমারকে আউট করেন অর্শদীপ। কোরি অ্যান্ডারসনকে (১২ বলে ১৫) সাজঘরে ফেরত পাঠান হার্দিক।বি

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

28 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

36 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago