বিশাখাপত্তনমে ক্রিকেট-জ্বর

Must read

বিশাখাপত্তনম, ৪ ডিসেম্বর : ভারতীয় ক্রিকেটাররা দক্ষিণের এই বন্দর শহরে পা রাখার আগে থেকেই ক্রিকেট-জ্বরে কাঁপছিল বিশাখাপত্তনম (Team India_visakhapatnam)। আকারে বেশ ছোট এখানকার বিমানবন্দর। তার বাইরে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসুক জনতার ভিড়। ক্রিকেটাররা কখন আসবেন সেটা না জেনেই। বিরাট কোহলির পরপর দুই ম্যাচে সেঞ্চুরির পর তাঁকে ঘিরে জনতার আকর্ষণ আরও বেড়ে গিয়েছে। আর রোহিত শর্মার এটা হল মামার বাড়ির শহর। তাঁর মা এখানেই বড় হয়েছেন। রোহিত যতবারই এখানে আসেন, ততবারই আবেগে ভাসেন। রায়পুরে ভারত হেরে যাওয়ায় সিরিজে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যে আবার বাভুমা হুঙ্কার ছেড়ে রেখেছেন যে, বিশাখাপত্তনমে (Team India_visakhapatnam) ম্যাচ জমিয়ে দেবেন। শনিবারের ম্যাচ কার্যত দুই দলের কাছে ফাইনাল। যে জিতবে তারই হাতে উঠবে সিরিজ জয়ের ট্রফি। টেস্ট সিরিজ ০-২ হারার পর ভারতের সামনে এখন একদিনের সিরিজ জিতে সম্মান রক্ষার লড়াই। কিন্তু রায়পুরে মার্করাম যে বিক্রম দেখিয়েছেন তাতে রাহুলদের জয় খুব সহজ হবে না।

আরও পড়ুন-বোলিং ও ফিল্ডিংকেই দুষলেন রাহুল, টসে হেরে আফসোস, ব্যাখ্যা পাঁচে নামা নিয়েও

Latest article