স্পঞ্জি পিচ, নরম মাঠ নিয়ে চিন্তায় ভারতীয় শিবির

চোটের ভয় পাচ্ছেন দ্রাবিড়

Must read

নিউ ইয়র্ক : অনেকের মতো তিনিও নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিয়ে উচ্ছ্বসিত। কিন্তু একইসঙ্গে তিনি আতঙ্কিত এই মাঠের স্পঞ্জি পিচ ও নরম আউটফিল্ড নিয়ে। ভারতীয় (Indian Cricket Team) কোচের আশঙ্কা নরম মাঠে ক্রিকেটারদের চোট লাগতে পারে। বিশেষ করে হ্যামস্ট্রিংয়ে।
বিশ্বকাপের জন্য মেকশিফট স্টেডিয়াম বানানো হয়েছে নিউ ইয়র্কে। ড্রপ ইন পিচ ও আউটফিল্ড বাইরে থেকে দেখতে দারুণ লাগলেও এতে ক্রিকেটারদের চোট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার এই মাঠে বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। ৯ জুন এই মাঠে পাকিস্তানের সঙ্গে ম্যাচ। তার আগে নাসাউ মাঠের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দ্রাবিড়। যিনি বিশ্বকাপের পর নতুন কারও হাতে ভারতীয় দলের (Indian Cricket Team) দায়িত্ব দিয়ে সরে যাবেন বলে ঠিক আছে।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার নির্বাচনে ধরাশায়ী ম্যান্ডেলার কংগ্রেস

বিসিসিআই দ্রাবিড়ের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে তিনি বলেছেন, মাঠে বল নিয়ে নেমে পড়া গেল, এটা দারুণ ব্যাপার! ওরা যেভাবে তাড়াতাড়ি করে মাঠে তৈরি করেছে, তাতে বলতেই হবে দারুণ ব্যাবস্থা রয়েছে এখানে। তবে মাঠ একটু নরম। এরকম মাঠে হ্যামস্ট্রিং ও কাফ মাসলে চোট লাগার প্রবণতা থাকে। তাই এই একটা ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যাতে কারও চোট না লাগে। এটা সত্যিই আমাদের কাছে চিন্তার বিষয়।

নাসাউ কাউন্টি মাঠে চারটি ড্রপ ইন পিচ রয়েছে। রবিবার যে পিচে খেলা হয়েছে সেটি স্পঞ্জি পিচ বলে মনে হয়েছে অনেকের। স্লো পিচে বল অনেক দেরিতে এসেছে। অসমান বাউন্সও ছিল। পাশের যে কোনও একটি পিচে ভারত-পাক ম্যাচ হওয়ার কথা রয়েছে। যা মাথায় রেখে দ্রাবিড় বলেছেন, মাঝে মাঝে এই পিচকে কিছুটা স্পঞ্জি লেগেছে। তবে আমরা এর সঙ্গে মানিয়ে নিয়েছি। ব্যাটাররা এখানে গড় পড়তার চেয়েও ভল ব্যাট করেছে। বোলাররাও যথেষ্ট নজর কেড়েছে। এখানে আমরা রান পেয়েছি। খেলা যেভাবে এগোল তাতে আমি খুশি। আশা করব পরের কয়েকদিনে এখানে পুরোপুরি মানিয়ে নিতে পারব। আমরা খুব তাড়াতাড়ি সেদিকেই এগোচ্ছি

Latest article