২৫ বছর পর নিউজ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া (Team India)। ৯ মাসে জোড়া আইসিসি ট্রফি ভারতের ঝুলিতে। প্রথম থেকেই দুর্দান্ত জায়গায় ছিল ভারত। রবিবার দুবাইয়ের মাঠে নিউজ়িল্যান্ডকে হারাল তারা। সেট ব্যাটসম্যান অক্ষরের উইকেটে কিছুটা হলেও অস্বস্তি তৈরি হয়েছিল। অ্যাটাকিং খেলতে গিয়েই আউট হন তিনি। এরপরেই ক্রিজে রাহুলের সঙ্গে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া। যদিও খুব বেশিক্ষন মাঠে ছিলেন না হার্দিক। এই ম্যাচেও ভারতের ফিল্ডিং বেশ খারাপ। চারটি ক্যাচ মিস টিম রোহিতের। মহম্মদ শামি, রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, শুভমন গিল ক্যাচ ফেলেছেন। তার ফলে সুবিধা হয়েছিল নিউজ়িল্যান্ডের। বাউন্ডারিতে খারাপ ফিল্ডিং করলেন কুলদীপ ও শুভমন। ক্যাচগুলি ধরতে পারলে নিউজ়িল্যান্ড অনেক কম রানে আটকে যেত। ফাইনালের মতো ম্যাচে বিরাটের ভূমিকাও উল্লেখযোগ্য নয়। যদিও তার খেসারত দিতে হয়নি ভারতকে। ঠিক ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে হার স্বীকার করতে হয়।
আরও পড়ুন-৩৯ কোটি ৩২ লক্ষ ডিজিটাল লেনদেন, রেকর্ড গড়ল বাংলা, কেন্দ্রের রিপোর্টেই পিছনে ডবল ইঞ্জিন রাজ্য
এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও টস জিততে পারেন নি রোহিত। ফাইনালেও একই দৃশ্য ছিল। এক দিনের ক্রিকেটে টানা টস হারের নজির গড়লেন রোহিত। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন টিম রোহিত। ভারতকে ম্যাচে ফেরালেন বরুণ চক্রবর্তী। বল করার শুরুতেই সুযোগ তৈরি করেন তিনি। ভারতীয় স্পিনার ১৫ রানের মাথায় ইয়ংকে আউট করে নিউজ়িল্যান্ডকে প্রথম ধাক্কা দেন। পরে যখন গ্লেন ফিলিপ্স ফর্মে আসার চেষ্টা করলেই ৩৪ রানের মাথায় তাঁকে বোল্ড করেন বরুণ। ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
আরও পড়ুন-যাদবপুরে পরিকল্পনা করেই নৈরাজ্য তৈরি
ভারতের এই অনবদ্ধ জয়ে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টি-২০ টুর্নামেন্টে অসাধারণ জয়ের জন্য আমাদের ভারত দলকে আমার আন্তরিক অভিনন্দন! রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে খেলোয়াড়রা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে, প্রথম থেকেই নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং অবশেষে অত্যন্ত দক্ষতার সাথে আমরা ট্রফি জিতেছি! ভারতীয়দের জন্য এটি এক অসাধারণ গর্বের সন্ধ্যা!!”
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…