ঝুলনের কীর্তির দিনেও হার সেই কিউয়িদের কাছে

হারের জন্য ব্যাটারদের দিকেই আঙুল তুলেছেন মিতালি। ভারতীয় ক্যাপ্টেনের বক্তব্য, ‘‘আমাদের ব্যাটারদের রান করতে হবে।

Must read

হ্যামিলটন, ১০ মার্চ : ব্যাট হাতে লড়াকু হাফ সেঞ্চুরি হরমনপ্রীত কউরের। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি লিন ফুলস্টোনের (৩৯ উইকেট) রেকর্ড স্পর্শ করলেন ঝুলন গোস্বামী। তবুও বৃহস্পতিবার মিতালি রাজরা ৬২ রানে হেরে গেলেন নিউজিল্যান্ডের কাছে। বৃহস্পতিবার সেডন পার্কে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬০ রান তুলেছিল কিউয়িরা। জবাবে ৪৬.৪ ওভারে ১৯৮ রানে শেষ ভারতের ইনিংস।
কিউয়িদের হয়ে জোড়া হাফ সেঞ্চুরি অ্যামি সাদারওয়েট ও অ্যামেলিয়া কেরের। ৭৫ রান করেন অ্যামি। অ্যামেলিয়ার অবদান ৫০ রান। ভারতীয় বোলারদের মধ্যে সেরা পূজা বস্ত্রকর। তিনি ৪ উইকেট দখল করেন। দু’টি উইকেট পান রাজেশ্বরী গায়কোয়াড়। একটি করে ঝুলন ও দীপ্তি শর্মার।

আরও পড়ুন-“আমরা পাশে আছি” টেলি জগতকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রান তাড়া করতে নেমে শুরুতেই স্মৃতি মান্ধানার (৬) উইকেট হারিয়েছিল ভারত। ব্যর্থ তিনে নামা দীপ্তিও (৫)। স্বস্তিকা ভাটিয়া ২৮ রান করে আউট হন। এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন মিতালি ও হরমনপ্রীত। কিন্তু ৫৬ বলে ৩১ রান করে মিতালি এবং প্রথম বলেই রিচা ঘোষ আউট হতেই ভারতের পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। ওই পরিস্থিতিতে একাই লড়লেন হরমনপ্রীত। তিনি শেষ পর্যন্ত ৬৩ বলে ৭১ রান করে আউট হন।
হারের জন্য ব্যাটারদের দিকেই আঙুল তুলেছেন মিতালি। ভারতীয় ক্যাপ্টেনের বক্তব্য, ‘‘আমাদের ব্যাটারদের রান করতে হবে। বিশেষ করে টপ অর্ডারকে। কারণ অন্য দলগুলো কিন্তু স্কোরবোর্ডে ২৫০-২৬০ রান তুলছে।’’ মিতালি আরও বলেন, ‘‘টপ অর্ডার রান পেলে, এই রান তাড়া করা যেত। কিন্তু পরপর উইকেট হারানোয় মিডল অর্ডারের ওপরে চাপ বেড়ে গিয়েছিল।’’

Latest article