জয় হাতছাড়া কিবুর দলের

সহকারী কোচ বিনো জর্জ এদিন বেঞ্চে ছিলেন। কলকাতা লিগের জন্য ক্লাবের রিজার্ভ দলটাকেই মূলত এদিন প্রস্তুতি ম্যাচে খেলিয়ে দেখে নেন বিনো।

Must read

প্রতিবেদন : ইস্টবেঙ্গলের মতো বড় দলের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিল ডায়মন্ড হারবার এফসি। নিশ্চিত জয় হাতছাড়া করল কিবু ভিকুনার দল। নৈহাটি স্টেডিয়ামে এই ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। নৈহাটি গোল্ড কাপের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ইস্টবেঙ্গল ডুরান্ডের আগে মরশুমের প্রথম প্রদর্শনী ম্যাচ খেললেও হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের ইচ্ছায় এদিন প্রথম দলের মাত্র তিনজন ফুটবলার খেলেন।

আরও পড়ুন-দ্রুত সমাধানের কথা দিলেন মন্ত্রী

সহকারী কোচ বিনো জর্জ এদিন বেঞ্চে ছিলেন। কলকাতা লিগের জন্য ক্লাবের রিজার্ভ দলটাকেই মূলত এদিন প্রস্তুতি ম্যাচে খেলিয়ে দেখে নেন বিনো। ডায়মন্ড হারবার গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলে। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে তারা। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের গোলকিপার দেবনাথ মণ্ডল নিশ্চিত তিনটি গোল বাঁচিয়েছেন। নম্বর ছাড়া লাল-হলুদ জার্সি গায়ে মহিতোষ রায়, তুহিন দাস, নবি হোসেন খানরা অবশ্য লড়াকু ফুটবল খেলেছেন। কোচ স্টিফেন তাঁর সহকারী বিনোকে বলেছিলেন, ম্যাচে প্রথম দলের দুই জেরি এবং আঙ্গাউসানাকে ৪৫-৫০ মিনিটের বেশি ম্যাচ না খেলাতে। সেটাই করেছেন স্টিফেনের ডেপুটি।

Latest article