প্রতিবেদন : এএফসি কাপের মূলপর্বে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে মোহনবাগান। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার কাছে হারতে হয়েছে। এই অবস্থায় শনিবার যুবভারতীতে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামছে মোহনবাগান। যারা প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টসকে হারিয়েছে। গাম্বিয়ার স্ট্রাইকার নুহা মারোং, ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহোদের সামলানোটা তিরিহীন সবুজ-মেরুন রক্ষণের বড় পরীক্ষা হতে যাচ্ছে।
নক আউটে ওঠার জন্য রয় কৃষ্ণদের শুধু জিতলেই হবে না, গোকুলামের পয়েন্ট নষ্টের দিকেও তাকিয়ে থাকতে হবে। কারণ, গ্রুপ সেরা দলই পরের রাউন্ডে যাবে। তবে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো নিজেদের কাজেই ফোকাস করছেন। গোকুলাম ম্যাচে
বিপর্যয় ভুলে নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে মোহনবাগান।
আরও পড়ুন-রং ফর্সা করার মূল্য কীভাবে দিচ্ছেন লাখ লাখ নারী
চোটে ছিটকে গিয়েছেন তিরি। রক্ষণে হাল ফেরাতে কার্ল ম্যাকহিউকে সম্ভবত স্টপারে খেলাবেন স্প্যানিশ কোচ। সন্দেশ ঝিঙ্গান খেলার জায়গায় থাকলেও ম্যাচের আগে পর্যন্ত তাঁর ফিটনেস দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জুয়ান। পেশির চোটে সম্ভবত নেই হুগো বোউমাসও। যদিও কোচ বলেছেন, হুগো ৯০ শতাংশ সেরে উঠেছে। শনিবার ম্যাচের আগে পর্যন্ত অপেক্ষা করবেন স্প্যানিশ কোচ। চোট নিয়ে চিন্তা, গোকুলামের বিরুদ্ধে রক্ষণের দূর্বলতা সত্ত্বেও ম্যাচের ২৪ ঘণ্টা আগে জুয়ান বলে দিলেন, তিনি উদ্বেগে নেই। স্প্যানিশ কোচের কথায়,‘‘অতীত নিয়ে ভাবতে চাই না। তিন পয়েন্ট পাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। তার জন্য আক্রমণাত্মক ফুটবলই প্রধান অস্ত্র।’’ বসুন্ধরা ম্যাচ দলের রক্ষণের বড় পরীক্ষা বলেও মনে করছেন না বাগান কোচ। জুয়ান বলেছেন, ‘‘আমাদের পরিকল্পনা ও স্টাইল বজায় রেখেই খেলব। ছেলেদের উপর আমার আস্থা আছে। ওরা সেরাটা দিতে চায়। আশা করি, আগের ম্যাচের থেকে আমরা বসুন্ধরার বিরুদ্ধে অনেক ভাল খেলব।’’
আরও পড়ুন-ছকভাঙা আধুনিক এক নারী কমলাদেবী চট্টোপাধ্যায়
আজ এএফসি কাপে
মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস (যুবভারতী, বিকেল ৪.৩০)
গোকুলাম কেরালা বনাম মাজিয়া স্পোর্টস (যুবভারতী, রাত ৮.৩০)