মানাউস, ২৬ নভেম্বর : শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারতীয় ফুটবল। বিশ্বের সাত নম্বর দেশ ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় মেয়েরা। ম্যাচে ভারতীয় দল ৬-১ গোলে হারলেও ব্রাজিলের জালে বল পাঠিয়ে ইতিহাসে নাম তুললেন মনীষা কল্যাণ। অদিতি, আশালতাদের দুর্দান্ত লড়াইও মনে রাখার মতো। শুরুতে অলিভিয়েরা ডেবিনহা ব্রাজিলকে এগিয়ে দিলেও ম্যাচের ৭ মিনিটেই অনবদ্য গোল করে ভারতকে সমতায় ফেরান মনীষা। ১৯ বছরের তরুণী গোকুলাম কেরালার হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলেন। প্রথমার্ধে ব্রাজিলের মতো দলকে বেশ চাপে রেখেছিলেন মনীষারা।
আরও পড়ুন-কম বয়সেই নিজেকে মেলে ধরেছেন অস্মিতা
যদিও ৩৬ মিনিটে জিওভানার গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেকাওরা। দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ অন্য চেহারায় দেখা যায় ব্রাজিলীয়দের। ভারতের রক্ষণ ভেঙে আরও চার গোল করে তারা। আরিয়াদিনার জোড়া গোলের পাশে বাকি দুই গোলদাতা কেরোলিন ও জেইসি।
এদিন কিংবদন্তি মার্তা না খেললেও আর এক ব্রাজিলীয় সুপারস্টার ফরমিগার এটি ছিল বিদায়ী ম্যাচ। ম্যাচ শেষে মার্তা, ফরমিগা-সহ গোটা ব্রাজিল দলের সঙ্গে ছবি তোলেন ভারতীয় ফুটবলাররা। ডাচ কোচ থমাস দিনারবি মনীষার গোল নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, ‘‘সেরা জায়গায় সেরা গোল। বিশ্ব মানের গোল। পিছিয়ে পড়ার পর মনীষার গোলই ম্যাচে ফিরতে সাহায্য করেছে।’’ ব্রাজিলের কাছে হাফ ডজন গোল খেলেও মনীষা, অদিতি, আশালতাদের দুর্দান্ত লড়াইকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় ফুটবল মহল।