প্রতিবেদন : পাঁচ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে রঞ্জির চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ল বাংলা। বৃহস্পতিবার মনোজ তিওয়ারিদের প্রথম ম্যাচ বরোদার বিরুদ্ধে। কটকের বারবাটি স্টেডিয়ামে খেলা। মঙ্গলবার বিকেলে সেখানে অনুশীলন করল দল। নেটে চুটিয়ে বোলিং, ব্যাটিং অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। আলাদা করে ফিল্ডিং অনুশীলনও হয়। বারবাটির উইকেটে ঘাস রয়েছে। তবে ম্যাচের দু’দিন বাকি থাকায় টিম কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বঙ্গ থিঙ্ক ট্যাঙ্ক। বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী ফোনে বললেন, ‘‘পিচে ঘাস থাকলেও ম্যাচের আগে তা আরও কিছুটা ছাঁটা হবে। তাই বুধবার পিচ নিয়ে সঠিক ধারণা পাওয়া যাবে। তবে আমাদের তিন পেসার মুকেশ, আকাশদীপ, ঈশান তৈরি আছে।’’
আরও পড়ুন-সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
চলতি মরশুমে মুস্তাক আলি টি-২০ ও বিজয় হাজারে ওয়ান ডে’তে বরোদাকে হারিয়েছে বাংলা। তবে রঞ্জি আলাদা ফরম্যাট। তাই প্রতিপক্ষকে সমীহ করছে বঙ্গ ব্রিগেড। সৌরাশিস বললেন, ‘‘বরোদা ভাল দল। তবে আমরা নিজেদের শক্তির উপর ভরসা রেখেই মাঠে নামব।’’ এদিকে, কোভিডের কারণে এবারের রঞ্জিতে কিছু নতুন নিয়ম এনেছে বিসিসিআই। যেমন খেলা শুরু হয়ে গেলে কোনও দলে যদি করোনার প্রভাব পড়ে, তাহলে ন্যূনতম ৯ জন ক্রিকেটার সুস্থ থাকলেই ম্যাচ চালু থাকবে। তবে পয়েন্ট সিস্টেমে কোনও বদল হচ্ছে না।