ফাইনালে মনপ্রীতরা

মেয়েরা না পারলেও কমনওয়েলথ হকির ফাইনালে উঠল ভারতীয় পুরুষ হকি দল।

Must read

বার্মিংহাম, ৬ অগাস্ট : মেয়েরা না পারলেও কমনওয়েলথ হকির ফাইনালে উঠল ভারতীয় পুরুষ হকি দল। শনিবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারাল ভারত। সোমবার ফাইনালে সোনার লক্ষ্যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন শ্রীজেশরা।

আরও পড়ুন-টি-২০ সিরিজও ভারতের দখলে ভারত ১৯১/৫ (২০ ওভার) ওয়েস্ট ইন্ডিজ ১৩২ (১৯.১ ওভার)

খেলার শুরু থেকে ম্যাচের রাশ ছিল ভারতীয়দের হাতে। মনপ্রীত, হরমনপ্রীত সিংরা আক্রমণাত্মক হকি খেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণে শুরু থেকে চাপ বাড়িয়েছিলেন। কিন্তু হার্দিক সিং, গুরজন্ত সিংরা প্রথম কোয়ার্টারে গোলের লকগেট খুলতে পারেননি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই গোল পেয়ে যায় ভারতীয় দল। গোলদাতা অভিষেক। ২৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে ২-০ করে ভারত। দুর্দান্ত গোল করেন মনদীপ সিং। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন মনদীপ।

আরও পড়ুন-তেজস কিনতে আগ্রহী একাধিক দেশ

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে দক্ষিণ আফ্রিকা। ৩৩ মিনিটে রায়ান জুলিয়াস গোল করেন। ম্যাচের ৫৮ মিনিটে ফের গোল করে ভারত। শ্রীজেশরা এগিয়ে যান ৩-১ ব্যবধানে। এবার ড্র্যাগ ফ্লিকার যুগরাজ সিং গোল করেন। এর মিনিট খানেক পর আর একটি গোল শোধ করে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের জন্য বিপদ বাড়েনি। ম্যাচ জিতেই মাঠ ছাড়েন মনপ্রীতরা।

Latest article