প্রতিবেদন : সুপার কাপ পুনরুদ্ধারে মরিয়া ইস্টবেঙ্গল। রবিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ফাইনালে গোয়া। সিভেরিও, ব্রাইসনরা ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবেন। মশালবাহিনীর ডাগ আউটে আবার থাকবেন না কোচ অস্কার ব্রুজো। হেড কোচকে ছাড়া ফাইনালে কঠিন চ্যালেঞ্জ হলেও লাল-হলুদ শিবির চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাশী। তারজন্য গোয়ার মাঠে গ্যালারিতে আরও সমর্থন চান সেমিফাইনালের তিন গোলদাতা মহম্মদ রশিদ, কেভিন সিবিল্লে এবং সাউল ক্রেসপো। তিনজনেরই সমবেত আবেদন, কলকাতা থেকে আরও সমর্থক গোয়ায় এসে সমর্থন করুন দলকে।
আরও পড়ুন-মিড-ডে মিলকে আকর্ষণীয় করতে নবান্ন-উৎসব স্কুলে
সেমিফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর শুক্রবার বিশ্রামে ছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। শনিবার ফাইনালের চূড়ান্ত প্রস্তুতিতে নামবে অস্কারবাহিনী। মরোক্কান স্ট্রাইকার হামিদ আহদাদ পেশির টানের কারণে সেমিফাইনালে খেলতে পারেননি। তাঁকে শনিবার অনুশীলনে দেখে সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কোচ। রশিদ বলেছেন, শিল্ড ফাইনালে টাইব্রেকারে হেরে গিয়েছিলাম। এবার সুপার কাপ জিতে সমর্থকদের সঙ্গে উৎসব করতে চাই।
লাল-হলুদ জার্সি গায়ে প্রথম মরশুমেও সমর্থকদের মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার সিবিল্লে। তিনি বলেন, ইস্টবেঙ্গলে প্রথম মরশুমেই দ্বিতীয় ফাইনাল খেলছি। সমর্থকদের অনেকে এখানে এসেছেন। তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই, আরও সমর্থক ফাইনালে আমাদের সমর্থন করতে গোয়ায় আসুন।
ক্রেসপো বললেন, কলকাতা থেকে আরও সমর্থকদের এখানে এসে উচ্চস্বরে স্লোগান দিয়ে আমাদের অনুপ্রাণিত করার অনুরোধ করছি। এদিকে, শনিবার মোহনবাগানের জিম সেশনে যোগ দিচ্ছেন দিমিত্রি পেত্রোতোস।

