দুবাই : সদ্যসমাপ্ত মেয়েদের বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল আইসিসি। সোমবার প্রকাশিত এই দলে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে সুযোগ পেয়েছেন চারজন। দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু’জন এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের একজন করে সুযোগ পেলেও, ভারতীয় দলের কোনও ক্রিকেটারের নাম নেই! অস্ট্রেলিয়া থেকে যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁরা হলেন মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, র্যাচেল হেনেস এবং বেথ মুনি। দক্ষিণ আফ্রিকা থেকে লরা উলভার্ট, মারিজানে কাপ ও শবনিম ইসমাইল।
আরও পড়ুন-কোরিয়া ওপেন নতুন পরীক্ষা সিন্ধু-লক্ষ্যর
ইংল্যান্ড থেকে সোফি একলেস্টোন এবং নাট স্কিভার। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ এবং বাংলাদেশের সালমা খাতুন সুযোগ পেয়েছেন সেরা দলে। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর দারুণ পারফরম্যান্স করেছেন। ভারত অবশ্য এরপরও শেষ চারে যেতে পারেনি। তবে স্মৃতি বা হরমনপ্রীত সেরা দলে থাকবেন বলে অনেকে ধরে নিয়েছিলেন। কিন্তু দল ঘোষণার পর দেখা গেল তাঁরা নেই।