মুম্বই, ১২ ডিসেম্বর : প্রত্যাশামতো রবিবারই মুম্বইয়ের বায়ো বাবলে ঢুকে পড়ল ভারতীয় ক্রিকেট দল। আপাতত চারদিনের নিভৃতাবাসে থাকতে হবে বিরাট কোহলিদের। তারপর বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাবেন বিরাট-রোহিতরা।
ওমিক্রন সংক্রমণের আবহে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন বিরাটরা। আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তার আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে কঠোর জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। টেস্ট এবং ওয়ান ডে সিরিজ মিলিয়ে দীর্ঘ সফরে নেই নেই করে মোট ৪৪ দিন বায়ো বাবলে থাকবেন বিরাটরা। তবে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর, যাঁরা ওয়ান ডে স্কোয়াডে নেই, তাঁরা দেশে ফিরে আসবেন।
আরও পড়ুন-সংসদে জঙ্গি হামলার ২০ বছর, শ্রদ্ধার্ঘ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যেই ১৮ জনের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। তবে ওয়ান ডে স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই একদিনের সিরিজের দল নির্বাচন সেরে ফেলবেন নির্বাচকরা। প্রসঙ্গত, ২৬ তারিখ সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট। সিরিজের পরের দুটো টেস্ট ম্যাচ যথাক্রমে জোহানেসবার্গ (৩ জানুয়ারি) এবং কেপটাউনে (১১ জানুয়ারি)। এরপর ১৯, ২১ ও ২৩ জানুয়ারি পরপর তিনটি ওয়ান ডে ম্যাচ।
আরও পড়ুন-চোটে দ্বিতীয় টেস্টে নেই হ্যাজলউড
তাই সফর চলাকালীন বিরাট কোহলিদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সেঞ্চুরিয়নে (প্রথম টেস্টের ভেনু) ভারতীয় দলের জন্য একটা পুরো হোটেলই বুক করা হয়েছে। আইরিন কাউন্টি লজ নামের ওই হোটেল ইতিমধ্যেই জৈব সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হয়েছে।
আরও পড়ুন-দেশে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৩৫, তৃতীয় ঢেউ নিয়ে সন্দিহান ‘হু’
এদিকে, দক্ষিণ আফ্রিকা সফর দুই অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের অগ্নিপরীক্ষা হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সিরিজে ব্যর্থ হলেই টেস্ট দল থেকে বাদ পড়ার আশঙ্কা থাকছে। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর তো কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, পূজারা টেস্ট দলের প্রথম একাদশে থাকলেও, রাহানের প্রথম দুটো টেস্ট খেলার সম্ভাবনা প্রায় নেই।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…