জয়ে ফিরতে মরিয়া বিরাটরা

অন্যদিকে, রাজস্থান শিবির আবার চিন্তায় রয়েছে যশস্বী জয়সওয়ালের ফর্ম নিয়ে। বাঁ হাতি তারকা ওপেনার পাঁচ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন।

Must read

জয়পুর, ১২ এপ্রিল : রবিবার আইএসএলের ২২ গজে রাজস্থান রয়্যালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৫ ম্যাচে তিনটি জয়, আরসিবির ঝুলিতে মোট ৬ পয়েন্ট। অন্যজিকে, সমান ম্যাচে রাজস্থানের প্রাপ্তি ৪ পয়েন্ট। দুটো দলই শেষ ম্যাচ হেরেছে। ফলে এই ম্যাচটা তাদের কাছে জয়ের সরণিতে ফেরার মঞ্চ।
দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে রান পাননি বিরাট কোহলি। দলও হেরেছিল। তাই রবিবারের ম্যাচে বিরাটের ব্যাট থেকে বড় রান চাইছে আরসিবি শিবির। এবারের আইপিএলে বিরাটও বেশ ভাল ফর্মেই রয়েছেন। জোড়া হাফ সেঞ্চুরি-সহ করেছেন মোট ১৮৬ রান। এছাড়া ব্যাটিংয়ে আরসিবির আরও দুই ভরসা অধিনায়ক রজত পাতিদার ও ফিল সল্ট। তাছাড়া জয় হ্যাডলউড, ভুবনেশ্বর কুমার, যশ দয়ালদের নিয়ে গড়া আরবিসিব পেস আক্রমণও বেশ শক্তিশালী। রয়েছেন ক্রুণাল পান্ডিয়ার মতো অভিজ্ঞ স্পিনারও।

আরও পড়ুন-জেতালেন পুরান ও মার্করাম

অন্যদিকে, রাজস্থান শিবির আবার চিন্তায় রয়েছে যশস্বী জয়সওয়ালের ফর্ম নিয়ে। বাঁ হাতি তারকা ওপেনার পাঁচ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন। এই পরিস্থিতিতে অধিনায়ক সঞ্জু স্যামসন, শিমরন হেটমেয়ার, রিয়ান পরাগদের বাড়তি দায়িত্ব নিতে হবে। বোলিংয়ে রাজস্থানের সেরা অস্ত্র জোফ্রা আর্চার। এছাড়াও ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকসানারা আছেন। তবে জয়ের জন্য সঞ্জু স্যামসনের ব্যাটের দিকেই তাকিয়ে রয়েছে রাজস্থান শিবির।

Latest article