এবার বড়দিনে দিঘায় লক্ষাধিক পর্যটকের ভিড়ে রীতিমতো নজর কাড়ল মহিলা পুলিশের ‘উইনার্স’ টিম (Team Winners)। ‘রোমিও’-দের ‘সবক’ শেখাতে উপচে পড়া ভিড়ের মধ্যেই সৈকত নগরীতে রীতিমতো দাপিয়ে বেড়াল এই লেডি ‘সিংঘম’-রা। বাইকে চেপে ৮ জনের এই উইনার্স টিম ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, কিংবা ওড়িশা উপকূলবর্তী উদয়পুর সী বিচ থেকে দিঘা মোহনা পর্যন্ত কড়া নজরদারি চালালো বড়দিন জুড়ে। শুধু বড়দিন নয়, ইংরেজি নববর্ষ পর্যন্ত উৎসবমুখর দিঘাজুড়ে পর্যটকদের বিশেষত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই টিম।
মহিলা পর্যটকদের অপ্রীতিকর পরিস্থিতির হাত থেকে রক্ষা করার জন্য, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানালেন দিঘার পর্যটকরা। বেহালা থেকে আসা প্রিয়া রায় জানালেন, “ আমার মত মহিলা পর্যটকরা উইনার্স টিমের জন্য বেজায় খুশি। বিশেষত দিঘার ঝাউ জঙ্গল, সমুদ্র সৈকত কিংবা ভিড়ে ঠাসা বিভিন্ন পার্কগুলিতে রোমিওদের দাপটে মহিলাদের অপ্রীতিকর পরিস্থিতি বা ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হয়। এবার এই টিমের জন্য সেই দাপট একেবারে নেই বললেই চলে।” পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, “ দিঘায় এসে মহিলাদের নানা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। অনেক সময় পুরুষ পুলিশ কর্মীদের সেসব কথা মহিলা পর্যটকরা জানাতে সংকোচ বোধ করেন। কিন্তু মহিলা পুলিশের উইনার্স টিম থাকলে সে সমস্যা হবে না। ফলে অভিযোগ পেয়ে যাতে দ্রুত পদক্ষেপ করা যায়, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
ওড়িশা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এমনিতেই দিঘায় সারা বছর পুলিশি ব্যবস্থা আঁটোসাঁটো থাকে। আবার বড়দিন উপলক্ষ্যে লক্ষাধিক পর্যটক সমাগম হওয়ায় জেলার অন্যান্য থানা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স দিঘায় আনা হয়েছিল। দিঘার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং প্রতিটি স্নানের ঘাটে পুলিশের কড়া নজরদারি ছিল। তা সত্ত্বেও মহিলাদের নিরাপত্তায় দিঘাজুড়ে উইনার্স টিমের (Team Winners) টহলদারি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সৈকত নগরীতে।
আরও পড়ুন- স্বীকৃত ডিগ্রি নয় এমফিল! পড়ুয়া ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসি-র