বঙ্গ

বড়দিনে দিঘায় লক্ষাধিক পর্যটকের সমাগম, নজরকাড়া টহলদারি টিম ‘উইনার্স’-এর

এবার বড়দিনে দিঘায় লক্ষাধিক পর্যটকের ভিড়ে রীতিমতো নজর কাড়ল মহিলা পুলিশের ‘উইনার্স’ টিম (Team Winners)। ‘রোমিও’-দের ‘সবক’ শেখাতে উপচে পড়া ভিড়ের মধ্যেই সৈকত নগরীতে রীতিমতো দাপিয়ে বেড়াল এই লেডি ‘সিংঘম’-রা। বাইকে চেপে ৮ জনের এই উইনার্স টিম ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, কিংবা ওড়িশা উপকূলবর্তী উদয়পুর সী বিচ থেকে দিঘা মোহনা পর্যন্ত কড়া নজরদারি চালালো বড়দিন জুড়ে। শুধু বড়দিন নয়, ইংরেজি নববর্ষ পর্যন্ত উৎসবমুখর দিঘাজুড়ে পর্যটকদের বিশেষত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে এই টিম।

মহিলা পর্যটকদের অপ্রীতিকর পরিস্থিতির হাত থেকে রক্ষা করার জন্য, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানালেন দিঘার পর্যটকরা। বেহালা থেকে আসা প্রিয়া রায় জানালেন, “ আমার মত মহিলা পর্যটকরা উইনার্স টিমের জন্য বেজায় খুশি। বিশেষত দিঘার ঝাউ জঙ্গল, সমুদ্র সৈকত কিংবা ভিড়ে ঠাসা বিভিন্ন পার্কগুলিতে রোমিওদের দাপটে মহিলাদের অপ্রীতিকর পরিস্থিতি বা ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হয়। এবার এই টিমের জন্য সেই দাপট একেবারে নেই বললেই চলে।” পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, “ দিঘায় এসে মহিলাদের নানা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। অনেক সময় পুরুষ পুলিশ কর্মীদের সেসব কথা মহিলা পর্যটকরা জানাতে সংকোচ বোধ করেন। কিন্তু মহিলা পুলিশের উইনার্স টিম থাকলে সে সমস্যা হবে না। ফলে অভিযোগ পেয়ে যাতে দ্রুত পদক্ষেপ করা যায়, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

ওড়িশা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এমনিতেই দিঘায় সারা বছর পুলিশি ব্যবস্থা আঁটোসাঁটো থাকে। আবার বড়দিন উপলক্ষ্যে লক্ষাধিক পর্যটক সমাগম হওয়ায় জেলার অন্যান্য থানা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স দিঘায় আনা হয়েছিল। দিঘার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং প্রতিটি স্নানের ঘাটে পুলিশের কড়া নজরদারি ছিল। তা সত্ত্বেও মহিলাদের নিরাপত্তায় দিঘাজুড়ে উইনার্স টিমের (Team Winners) টহলদারি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে সৈকত নগরীতে।

আরও পড়ুন- স্বীকৃত ডিগ্রি নয় এমফিল! পড়ুয়া ভর্তি বন্ধের নির্দেশ ইউজিসি-র

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

21 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

30 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

55 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago