জোতাকে শেষ বিদায় সতীর্থদের

চোখের জলে দিয়েগো জোতাকে বিদায় জানালেন তাঁর সতীর্থরা। বুধবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লিভারপুলের পর্তুগিজ ফুটবলারের।

Must read

গোন্ডোমার, ৫ জুলাই : চোখের জলে দিয়েগো জোতাকে বিদায় জানালেন তাঁর সতীর্থরা। বুধবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লিভারপুলের পর্তুগিজ ফুটবলারের। জোতার সঙ্গেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর ভাই আন্দ্রে সিলভাও। দু’জনের শেষকৃত্য সম্পন্ন হল শনিবার পর্তুগালের গন্দোমারে। শোকের আবহেই লিভারপুলের ঘোষণা, জোতার চুক্তির বাকি সময়ের অর্থ তাঁর পরিবারের হাতে তুলে দেবে ক্লাব। ফুটবলারের পাঁচ বছরের চুক্তির মেয়াদের আরও দুই মরশুম বাকি ছিল।

আরও পড়ুন-মহরম উপলক্ষে শহরের নিরাপত্তায় ৫ হাজার পুলিশ মোতায়েন

লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলে জোতার সতীর্থদের অধিকাংশই ছিলেন শেষকৃত্যে। তার মধ্যে গত রাতে ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলেই আল হিলালের দুই পর্তুগিজ ফুটবলার রুবেন নেভেসও চলে এসেছিলেন প্রয়াত সতীর্থকে শেষ শ্রদ্ধা জানাতে। লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক-সহ একাধিক ফুটবলার ছিলেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্ডেজ, পর্তুগালের বর্তমান ও প্রাক্তন কোচেরাও ছিলেন শেষকৃত্যে।
গোন্ডোমারেই জোতা ও তাঁর ভাই আন্দ্রেকে সমাধিস্থ করা হয়েছে। ইগরেজা মাত্রিজ গির্জায় শেষকৃত্য হয়। জোতার স্ত্রী রুতে কার্দোসো স্বামীর কফিনের সামনে কান্নায় ভেঙে পড়েন। ছিলেন জোতার তিন সন্তানও। বিশপ তাঁদের জন্য প্রার্থনা করে উদ্বুদ্ধ করেন। লিভারপুলের অধিনায়ক ভ্যান ডাইককে দেখা গিয়েছে লাল রঙের ফুলের স্তবক নিয়ে আসতে, যার মাঝে সাদা ফুল দিয়ে ‘২০’ সংখ্যাটি লেখা ছিল, যেটি জোতার জার্সি নম্বর। লিভারপুলের আর এক ফুটবলার অ্যান্ডি রবার্টসন একই রকম ফুলের স্তবক নিয়ে আসেন। সেখানে ছিল ‘৩০’ সংখ্যা। এই নম্বরের জার্সি পরতেন জোতার ভাই আন্দ্রে। চোখের জল সংবরণ করতে পারেননি লিভারপুলে জোতার প্রাক্তন সতীর্থ জর্ডন হেন্ডারসন। শোকের আবহেই জোতা ও আন্দ্রের সমাধিস্থলে অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানান।

Latest article