জাতীয়

মূল্যবৃদ্ধিতে চোখে জল, ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে রাশ টানল কেন্দ্র

প্রতিবেদন : উৎসবের মরশুমে পেঁয়াজের দাম লাগাতার বাড়তে থাকায় এবার রফতানির ক্ষেত্রে রাশ টানল কেন্দ্র। ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া হয়েছে। রবিবার থেকে এই নিয়ম লাগু করা হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ ডলার বা ৬৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে কেন্দ্রের তরফে। দেশের বাজারে জোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রতি টন পেঁয়াজের দাম ৮০০ ডলার হলে কেজি প্রতি এর রপ্তানি মূল্য পড়বে আনুমানিক ৬৪ থেকে ৬৭ হাজার টাকার মধ্যে। উল্লেখ্য, রবিবার রাজধানী-সহ বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম গৃহস্থের চোখে রীতিমতো জল এনে দিয়েছে। এদিন পেঁয়াজের মূল্য ছিল প্রতি কেজি ১০০ টাকার কাছাকাছি।

আরও পড়ুন-গতি ও ঘূর্ণিই আজ অস্ত্র রোহিতদের

ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলেছে, বিদেশে রপ্তানি করা পেঁয়াজের নূন্যতম সহায়ক মূল্য ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮০০ ডলার প্রতি মেট্রিক টন ধার্য করা হয়েছে। কেন্দ্রের দাবি, সরকারের এই পদক্ষেপে পেঁয়াজের রপ্তানি কমবে এবং দেশে এর সরবরাহ মসৃণ হবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। এছাড়াও সরকার বাফার স্টকের জন্য অতিরিক্ত ২ লাখ টন পেঁয়াজ কিনবে। জানা গিয়েছে, বেঙ্গালুরু রোজ ও কৃষ্ণপুরাম জাতের পেঁয়াজ ছাড়া সব ধরনের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে এই ন্যূনতম মূল্য প্রযোজ্য হবে। আস্ত পেঁয়াজ, কাঁটা পেঁয়াজ, ভাঙা ও গুঁড়ো— সব ধরনের পেঁয়াজ রপ্তানিতেই এই ন্যূনতম মূল্য প্রযোজ্য হবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের যেকোনও দেশেই যেকোনও পরিমাণে পেঁয়াজ রপ্তানি করা যাবে। এ বিষয়ে বাধা নেই।

আরও পড়ুন-ক্ষমতায় এলেই কৃষকদের ঋণ মকুব হবে, ছত্তিশগড়ে প্রতিশ্রুতি রাহুলের

তবে রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজে ন্যূনতম ৮০০ ডলার নিতে হবে, এর নিচে নয়। জাহাজে পরিবহণ ও বিমার খরচ এই দামের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এর আগে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তখন এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমনকী তাঁরা ধর্মঘটও করেন। এর মধ্যে আবার রপ্তানির ন্যূনতম দাম বেঁধে দেওয়া হল। কেন্দ্রের বক্তব্য, বর্তমানে পেঁয়াজের মজুত স্বাভাবিকের চেয়ে কম। বছরের শুরুর দিকে অসময়ে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে মজুতের প্রায় ৪০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছিল। সামগ্রিকভাবে এবার পেঁয়াজের উৎপাদনও কমে গিয়েছে। ভারতে গত বছর ২ দশমিক ৫৩ লাখ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদিত হয়েছে। অথচ এ বছর পেঁয়াজ চাষের জমি কমে ২ দশমিক ৩১ লাখ হেক্টর হয়েছে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago