উদাসীন রেল, তার ছিঁড়ে তিন ঘণ্টা দাঁড়িয়ে তেভাগা এক্সপ্রেস

Must read

প্রতিবেদন : পর পর দুর্ঘটনার পরও উদাসীন রেল। দুর্ভোগ অব্যাহত। এবার বৈদ্যুতিক তার ছিঁড়ে বিপত্তি। সপ্তাহের প্রথম দিনই নাকাল হলেন যাত্রীরা। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকল ট্রেন। নাকাল হলেন যাত্রীরা। সোমবার ভোর পৌনে ছ’টায় বালুরঘাট থেকে ছাড়ে তেভাগা এক্সপ্রেস (Tebhaga Express)। যাত্রীদের অভিযোগ, প্রায় তিন ঘণ্টা স্টেশেন ট্রেন দাঁড়িয়ে ছিল। রেলের পক্ষে কোনও ব্যবস্থা নেওয়া হয় নি। ক্ষোভের মুখে পড়ে নড়েচড়ে বসেন রেলের আধিকারিকেরা। অবশেষে মালদহ থেকে আনা হয় ইঞ্জিন। তারপর কলকাতার দিকে রওনা দেয় ট্রেনটি (Tebhaga Express)। এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়েছে রেল। যাত্রীরা রেলের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুলেছেন, আর করে হুঁশ ফিরবে রেলের? যেভাবে তার ছিঁড়ে ঝুলছিল, তাতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

আরও পড়ুন: বিরোধীদের চাপে আদানি ইস্যুতে কোণঠাসা, সংসদের দুই কক্ষই মুলতুবি দু’দিনের জন্য

Latest article